মুম্বইতে বিরুষ্কার গ্র্যান্ড রিসেপশনে কে কে হাজির হলেন? দেখুন...
উপস্থিত হলেন শাহরুখ খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসপরিবারে হাজির হলেন মহেন্দ্র সিংহ ধোনি।
উপস্থিত হলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া।
উপস্থিত হলেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
উপস্থিত হলেন আয়ুষ্মান খুরানা।
উপস্থিত হলেন কঙ্গনা রানাউত।
সপরিবারে উপস্থিত হলেন সচিন তেন্ডুলকর।
উপস্থিত হলেন মাধুরী দীক্ষিত।
উপস্থিত হলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন
সোনালী রঙের লেহেঙ্গাতে দুর্ধর্ষ দেখাচ্ছিল অনুষ্কাকে।
উপস্থিত হলেন এ আর রহমান।
হোটেলে অতিথিদের জন্য এলাহি আয়োজন করা হয়েছে।
উপস্থিত সস্ত্রীক অনিল কুম্বলে
এটি বিরুষ্কার দ্বিতীয় রিসেপশন পার্টি।
উপস্থিত ঋদ্ধিমান সাহা, অশ্বিন, পূজারা ও উনাদকট
উপস্থিত বীরেন্দ্র সহবাগ
উপস্থিত কুলদীপ যাদব ও মণীশ পাণ্ডে
সস্ত্রীক উপস্থিত হলেন সুনীল গাওস্কর।
হোটেলের বাইরে মিডিয়ার জন্য পোজ দেন বিরুষ্কা।
নব দম্পতিকে ভীষণই সুন্দর দেখাচ্ছে।
পার্টি হয়েছিল দিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভে।
সেখানে উপস্থিত ছিলেন দেশের তাবড় তাবড় রাজনীতিবিদরা।
তিনি প্রায় ৪৫ মিনিট কাটান উভয়পক্ষের পরিবারের সঙ্গে।
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের রিসেপশন পার্টির আগে গত ২১ তারিখও দিল্লিতে একটি রিসেপশন পার্টি দেন নব-দম্পতি।
মুম্বইতে অনুষ্ঠিত হচ্ছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার গ্র্যান্ড রিসেপশন পার্টি।
চলতি মাসেই ইতালির নৈসর্গিক টাস্কানিতে বিয়ে সারেন বিরুষ্কা।
উপস্থিত সস্ত্রীক ক্রিকেটার উমেশ যাদব।
উপস্থিত পরিবারের সদস্যরা।
উপস্থিত জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা
উপস্থিত ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।
নিজস্ব ঢঙে দেখা যায় ‘স্যর’ জাডেজাকে।
পৌঁছন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক সস্ত্রীক সন্দীপ পাতিল।
বিরাট ও অনুষ্কাকে বেস্ট উইশেস দিতে সবার আগে সস্ত্রীক হাজির হন অভিনেতা বোমান ইরানি।
বসানো হয়েছে সুদৃশ্য গেট।
রিসেপশনের জন্য ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে হোটেলের লবি।
সেখানে কার্যত চাঁদের হাট বসেছে। উপস্থিত ক্রিকেট ও বলিউডের হুজ-হু’রা।
পার্টি হচ্ছে বিলাসবহুল সেন্ট রেগিস হোটেলে।
বিরাট কোহলি পরেছিলেন কালো রঙের টি-শার্ট। অনুষ্কার পরনে ছিল হাল্কা নীল রঙের আউটফিট।
মঙ্গলবারের রিসেপশনের কয়েক ঘণ্টা আগে এদিন সেন্ট রেগিস হোটেলে ঢোকার মুহূর্তে লেন্সবন্দি হন বিরুষ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -