মুম্বই: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এক সময়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর কথা মনে আছে? মনমোহনকে নিয়ে তিনি একটি বই লিখেছিলেন, দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার, যা যথেষ্ট বিতর্ক কুড়িয়েছিল।

এবার সেই বইটির ওপর সিনেমা হবে। আর অনুপম খেরকে দেখা যাবে মনমোহনের চরিত্রে।

৬২ বছরের অভিনেতা ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন টুইটারে।



ছবির পরিচালনা করবেন বিজয় রত্নাকর গুট্টে, এটিই তাঁর প্রথম পরিচালনা। স্ক্রিন প্লে লিখছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক হনসল মেহতা।