‘তিন’-এর প্রথম পোস্টার, কলকাতার রাস্তায় স্কুটারে অমিতাভ, নওয়াজউদ্দিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2016 09:27 AM (IST)
মুম্বই: প্রকাশিত হল রিভু দাসগুপ্তর থ্রিলার ‘তিন’(TE3N)-এর প্রথম পোস্টার। সেখানে দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় স্কুটারে সওয়ার অমিতাভ বচ্চন। পিছনের সিটে নওয়াজউদ্দিন সিদ্দিকি। ব্যাকরাউন্ডে রয়েছে শহর কলকাতার কিছু খণ্ডচিত্র। যেমন ট্রাম, হলুদ ট্যাক্সি, বাংলায় লেখা দোকানের নাম। আগামী ১০ জুন সম্ভবত মুক্তি পাবে ছবিটি। এতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন বিদ্যা বালনও। অমিতাভ নিজেই টুইট করেছেন পোস্টারটি।