কলকাতা: প্রকাশ্যে এল দেবের (Dev) আগামী ছবি 'বাঘা যতীন'-এর (Bagha Jatin) প্রথম গান (first song)। পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়েতে উপস্থিত থাকবেন না প্রিয়ঙ্কা (Priyanka Chopra)? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


'সারা জমানা'র বাল্ব লাগানো পোশাকের আইডিয়া ছিল অমিতাভের, খোলসা করলেন নিজেই


রাকেশ কুমার পরিচালিত ১৯৮১ সালের 'ইয়ারানা' ছিল মেগাস্টার অমিতাভ বচ্চন, আমজাদ খান, নীতু সিংহ, তনুজা ও কাদের খান অভিনীত এক মিউজিক্যাল ড্রামা ফিল্ম। ছবির অত্যন্ত জনপ্রিয় গান 'সারা জমানা' গেয়েছিলেন কিশোর কুমার। অভিনেতা বলেন, 'ছবির মিউজিক দুর্দান্ত ছিল, এবং দারুণ গান। একটা গানের সময় আমি প্রযোজককে বলি যে আমি আলাদা কিছু করতে চাই। তখন নতুন একটা স্টেডিয়াম তৈরি হয়েছিল, কলকাতায়। ইন্দোর স্টেডিয়াম। নেতাজি সুভাষ স্টেডিয়াম। সেখানে শ্যুটিং করতে চাইছিলেন তিনি। আর আমি ভাবছিলাম যে কীভাবে সম্ভব হবে সেটা। আমরা খালি স্টেডিয়াম কীভাবে ভরাব?' বিগ বি বলে চলেন, 'আমি উপদেশ দিই যে আমরা ওখানে শ্যুট করব সেই খবর মুখে মুখে ছড়িয়ে দেওয়া হোক। আমরা ওখানে গানের শ্যুটিং করি, আলো জ্বলা কস্টিউম পরে। ওই বিশেষ কস্টিউমটাও আমারই আইডিয়া ছিল। খুব বড় ভুল করেছিলাম। আমি বলেছিলাম ডিজাইনারকে বাল্ব ব্যবহার করতে। এবং সেগুলো যেন জ্বলে। তিনি বলেন যে সেটা সম্ভব। যখন সেটা ও করে এনে দেয় আমি জিজ্ঞেস করলাম কী করে করলে। সে জানায় তারগুলো জায়গায় জায়গায় লাগানো আছে এবং বাকিটা প্লাগে কানেক্ট করলেই আলো জ্বলবে। লম্বা গল্প সেটা।' একইসঙ্গে তিনি বলেন, 'একটা কথা বলি। ওই গানে যতগুলো নাচের পজিশন দেখেছেন আপনারা, আমার হাত খালি এদিক ওদিক যাচ্ছিল। আমি বিদ্যুৎ দিয়ে কানেক্টেড ছিলাম। একটা প্লাগ ছিল। গানটি 'ইয়ারানা' ছবির ছিল।' 


পরিণীতির বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রিয়ঙ্কা? 


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন প্রিয়ঙ্কা। শোনা যাচ্ছিল, মেয়ে মালতী মেরিকে নিয়ে তুতো বোনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিগি চপস। অভিনেত্রীর মা, মধু চোপড়াকে ইতিমধ্যেই দেখা গেছে বিয়ের আগের অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য উদয়পুরে পাড়ি দিতে। সম্প্রতি নিজের স্টোরিতে পরিণীতির একটি পুরনো ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। বেশ হালকা মেজাজে পোজ দিয়েছেন তিনি, মাথায় হ্যাট, রঙিন স্কার্ট, কালো টপ। চোখ বন্ধ করে উপভোগ করছেন পরিবেশ। ছবির ক্যাপশনে প্রিয়ঙ্কা লেখেন, 'আমি আশা করছি তোমার জীবনের বড় দিনেও তুমি ঠিক এরকমই আনন্দে ও শান্ত হয়ে আছ... সবসময় তোমার জন্য অঢেল ভালবাসা।' তাহলে কি বিয়েতে উপস্থিত থাকবেন না তিনি? সাম্প্রতিক একটি পোস্টে মেয়ের সঙ্গে বিদেশের মাটিতেই সময় কাটাতে দেখা গেছে তাঁকে, তাতেই আরও বাড়ছে জল্পনা।


'জওয়ান' ছবিতে নয়নতারার কম 'স্ক্রিন টাইম' নিয়ে মুখ খুললেন শাহরুখ


শুক্রবার নিজের 'এক্স' হ্যান্ডলে 'আস্ক এসআরকে' শুরু করেছিলেন অভিনেতা। সেখানেই এক অনুরাগী লেখেন, 'সুজির সঙ্গে আজাদের বন্ধন খুবই ভাল লেগেছে। একক মায়ের গল্পটা এত সূক্ষতার সঙ্গে দেখানো হয়েছে খুবই রিফ্রেশিং। জীবনের প্রতিটি ক্ষেত্রের মহিলাদের প্রতিনিধি হিসেবে আনার জন্য ধন্যবাদ।' এর উত্তরে শাহরুখ খান লেখেন, 'আমারও মনে হয়েছে যে একক মা হিসেবে নর্মদার গল্পটা অসাধারণ ছিল। দুর্ভাগ্যজনক একাধিক জিনিসের মধ্যে বেশি স্ক্রিনটাইম দেওয়া যায়নি কিন্তু যতটাই ছিল তাও দুর্দান্ত।' প্রসঙ্গত, ছবিতে তাঁর চরিত্রের সময়সীমা অত্যন্ত কম বলে পরিচালকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নয়নতারা, খবর সূত্রের।


আরও পড়ুন: Top Social Post: 'অন্তঃসত্ত্বা' হওয়ার খবর নিয়ে মুখ খুললেন ঋতাভরী, ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা, নজরে আজকের সোশ্যালে সেরা


অসুস্থ জিনত আমন, খবর দিলেন নিজেই


শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর খারাপের কথা জানালেন অভিনেত্রী জিনত আমন। একাধিক ছবি পোস্ট করেন তিনি। সেটে কাটানো কিছু মুহূর্তের ছবিও ভাগ করে নেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে জিনত আমন একটি অফ-শোল্ডার কালো ড্রেস পরেছেন, চেয়ারে বসে রয়েছেন, হাতে কাপ। পরের ছবিতে ক্রু সদস্যরা চুল ও মেকআপ করে দিচ্ছেন। কোনও ছবিতে তিনি আয়নার সামনে বসে রয়েছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'গত ১০ দিন ধরে সাংঘাতিক একটা ফ্লুয়ে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলাম। এখন একগুচ্ছ কাজে ব্যস্ত সপ্তাহ কাটবে আমার। কিন্তু তাতে মনোনিবেশ করার আগে, পর্দার পিছনে ঠিক কী কী হয় তার কয়েক ঝলক রইল। আমার গ্ল্যাম টিম আমাকে আন্টি থেকে অ্যামাজনে নিয়ে যায়, আমি আমার হোমওয়ার্ক করি, আমার পোজ দিই, ইনস্টাগ্রাম চেক করি, প্রচুর কফি খাই, এবং নিজের কাফতানে প্রবেশ করার মুহূর্ত গুনি।'


প্রকাশ্যে এল 'বাঘা যতীন' ছবির প্রথম গান


দুর্গাপুজোয় এবার বড়পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন 'বাঘা যতীন' দেব। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টিজার। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান, 'এই দেশ আমার'। গানে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম। এদিন শহরে এক অভিনব উদ্যোগের মাধ্যমে লঞ্চ করা হয় গানটি। হাজির ছিলেন, দেব, পরিচালক অরুণ রায়, গায়ক রূপম ইসলাম, সঙ্গীত পরিচালক প্রমুখ অনেকেই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial