মুম্বই: পুরুষ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এই বছর পরপর বেশ কয়েকজন অভিনেত্রী ডেবিউ করেছেন ওটিটির দুনিয়ায় (OTT Year Ender 2023)। আর পা রাখা মাত্রই তাদের অভিনয়ের মাধ্যমে মন জিতে নিয়েছেন দর্শকদের। 'তালি' ছবিতে সুস্মিতা সেনই (Sushmita Sen) হোক বা নেটফ্লিক্সের (Netflix) 'জানে জান' সিরিজে করিনা কপূর, দেখে নিন ওটিটি দুনিয়ায় এ বছরের সেরা অভিনেত্রীদের। 


সুস্মিতা সেন


ওটিটিতে এ বছর পরপর দুটি কাজ করেছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। একটি 'আরিয়া ৩' সিরিজ আর অন্যটি পূর্ণদৈর্ঘ্যের ছবি 'তালি'। দুটি ক্ষেত্রেই নিজ অভিনয়গুণে মত জিতেছেন সুস্মিতা সেন। 'আরিয়া ৩'-এ তাঁর অ্যাকশন কৌশল এবং 'তালি'তে এক রূপান্তরকামীর চরিত্রে তাঁর অভিনয়ে মুগ্ধ ওটিটির দর্শক। 


করিনা কপূর


এই দৌড়ে কম যান না করিনা কপূরও। নেটফ্লিক্সের সিরিজ 'জানে জান'-এ করিনা (Kareena Kapoor) সম্পূর্ণ এক ভিন্নধারার ছবিতে অভিনয় করেছেন। দর্শকদের পছন্দের 'বেবো'কে ওয়েব সিরিজের স্ক্রিনে একেবারে অন্যরূপে দেখতে পেয়ে সকলেই খুব উচ্ছ্বসিত। 



করিনা কপূর, ছবি- পিটিআই


মোনা সিং


'মেড ইন হেভেন', 'কালাপানি' এবং 'কাফাস'- তিন তিনটি ছবিতে দুর্ধর্ষ অভিনয় করেছেন মোনা সিং। বলিউডের দুনিয়ায় নবাগতা হলেও অভিনয়ের ক্ষেত্রে কোথাও নিজেকে অপারদর্শী প্রমাণ করেননি মোনা। 'মেড ইন হেভেন ২'-এ বুলবুল, 'কালাপানি'তে ড. সৌদামিনী সিং এবং 'কাফাস'-এ সীমা বশিষ্ঠের ভূমিকায় অভিনয় করেছেন মোনা (Mona Singh)। 


জাহ্নবী কপূর


চতুর্থ স্থানে রয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। জাহ্নবী বলতেই এখন দর্শকমনে ভেসে ওঠে 'নিশা'র নাম। 'বাওয়াল' ছবিতে এই চরিত্রে জাহ্নবীকে (Jahnvi Kapoor) দর্শক সম্পূর্ণ অন্য রূপে দেখতে পেয়েছেন। সমালোচনা হলেও কুষ্ঠরোগীর ভূমিকায় অভিনয় করে সাহসের পরিচয় দিয়েছেন তিনি। 



কাজল, ছবি- পিটিআই


কাজল আগরওয়াল


কাজল এর আগে অনেক ওটিটি ছবিতে অভিনয় করলেও তাঁর ওটিটি জীবনের মোড় ঘোরানো অধ্যায় সূচিত হয়েছে দ্য' ট্রায়াল' সিরিজে নয়নিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এখানে কাজল (Kajol Agarwal) একজন দুঁদে উকিল। 


যদিও এ বছর অর্থাৎ ২০২৩ সালে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন আলিয়া ভট্ট। 'ডারলিংস' ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারেও তিনি সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন। অন্যদিকে 'স্কুপ' সিরিজে অভিনয়ের জন্য অন্যতম সেরা অভিনেত্রী মনোনীত হয়েছিলেন করিশ্মা তন্না। ফলে এই তালিকা থেকে তাঁরাও বাদ যান না।