কলকাতা: দর্শকদের মন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া.. 'দশম অবতার' (Dawshom Awbotaar) মুক্তির আগে থেকেই চর্চায় এসেছিল এই গান। সে প্রেমিকাকে প্রেম প্রস্তাব দেওয়া হোক বা সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নিছক মনের অনুভূতি লেখা.. বারে বারে ফিরে এসেছে এই গানের কথা, সুর। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র ছবির গান নিয়ে অন্যতম একটি আকর্ষণ থাকে দর্শকদের কাছে। আর তার মধ্যে নতুন মাইলস্টোন এই 'বাউন্ডুলে ঘুড়ি' (Baundule Ghuri)।


অনুপমের কথা ও সুরে 'দশম অবতার' ছবিতে এই গানটি শোনা গিয়েছিল শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে। ইতিমধ্যেই ইউটিউবে এই গানটি ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। আর তাই, এই গানটি নিয়ে নতুন এক চমকের কথা ভেবেছে এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থা ও খোদ অনুপম রায় (Anupam Roy)।


কি সেই চমক? এবার অনুরাগীরা অনুপমের কন্ঠে শুনতে পাবেন 'বাউন্ডুলে ঘুড়ি'। এই ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করলেও, গায়ক অনুপমের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। অনেক গানই মুক্তির পরেও অনুপমের কন্ঠে শোনার আবদার থাকে অনুরাগীদের। আর সেই কথা ভেবেই ফের অনুপমের কন্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি' শোনার আয়োজন। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে গানটি।


ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গানটির শ্যুটিং। একটি ক্যাফেতে বসে, আলো-আঁধারিতে এই গানটি গাইতে দেখা যাবে অনুপমকে। সেই মায়া আরও একবার, নতুন করে দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে সবার বিশ্বাস। এই গানটি সম্পর্কে অনুপম বলছেন, 'বাউন্ডুলে ঘুড়ি মুক্তি পাওয়া, দর্শকদের কাছে জনপ্রিয় হওয়া... সব মিলিয়ে একটা দুর্দান্ত সফর। এই গানের কম্পোজারের ভার্সনটা দর্শকের সামনে নিয়ে আসব এটা ভেবেই ভাল লাগছে। এই গানটা একটা বিশেষ অনুভূতি রয়েছে, একটা তরতাজা অনুভব আর নিজেকে ভালবাসার বার্তা। এসভিএফ মিউজিক যে এই গানকে নতুন করে আমার অনুরাগীদের মধ্যে পৌঁছে দিতে চাইছে, এটা বেশ ভাল লাগছে।'


আরও পড়ুন: OTT Release: কলকাতার রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনাকে নিয়ে আইনি যুদ্ধে মিমি-টোটা!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।