কলকাতা: ফুটবল নিয়ে একের পর এক ছবি দেখেছে বাঙালি। কালজয়ী কমেডি ছবি ধন্যি মেয়ে যেমন রয়েছে, তেমনই আছে মোহনবাগানের মেয়ে, সাহেব বা এগারো। সাম্প্রতিক ওপেন টি বায়োস্কোপও এই ফুটবল নিয়েই, পাড়া ফুটবল।


বাঙালির রক্তে পাড়া ফুটবল। এ পাড়া ওপাড়ায় খেলতে খেলতে তো বরাবর উঠে এসেছে ময়দান কাঁপানো ফুটবলাররা। সেই পাড়া ফুটবল নিয়েই এবার আরও একটি ছবি ‘মেসি’।

অর্ণব বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য ডুব দিয়েছে পাড়া ফুটবলের অন্দরে। এর আগে অর্ণবকে আমরা দেখেছি ২০০৭-এ, নীল রাজার দেশে-তে। সেই ছবির শিশু অভিনেতা আরিয়ান ভৌমিক ‘মেসি’-র নায়ক। তার দাদার চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। তাদের বাবা পাড়ার দলের কোচ। ম্যাচে হেরে যাওয়ার অপমানিত বাবার যন্ত্রণা মুছে দিতে উত্তর একটাই- ছোট ছেলে ছোটু ওরফে মেসি। অর্থাভাবে ছোটু খেপ খেলতে শুরু করে। দাদা প্রসূন তার ম্যানেজার। হঠাৎ একদিন বিপর্যয়। গল্প মোড় নেয় অন্যদিকে।

অর্ণব এই ছবির পরিচালক, চিত্রনাট্যকার, সিনেমাটোগ্রাফার, এডিটরও। ফলে গল্প একটা সুতোয় বাঁধা। গল্পে গতি আছে, পাড়া ফুটবলের দৃশ্যগুলো খুব পরিচিত। তবে কোথাও উত্তরণের দৃশ্য দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। বাঙালির ঘরের ছেলে মেসি শুধু পাড়াতেই বন্দি থাকল কিনা জানা যায়নি।

দুই ভাইয়ের চরিত্রে রণদীপ ও আরিয়ান স্বতঃস্ফূর্ত। রণদীপের প্রেমিকার ভূমিকায় নবাগত ঐশিকা চোখ টানে।