হাওড়ার জয়পুরে দুষ্কৃতী হামলায় খুন ২ তৃণমূল নেতা, গুলিতে জখম এক মহিলা সহ দুই গ্রামবাসী, মোতায়েন র্যাফ, কমব্যাট ফোর্স
ABP Ananda, web desk | 16 Jun 2017 11:27 AM (IST)
হাওড়া: সাতসকালে হাওড়ার জয়পুরে ২ তৃণমূল নেতাকে গুলি করে খুন। দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে জখম এক মহিলা-সহ দুই গ্রামবাসী। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান। সকালে বাজার করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর ভাই শেখ লালচাঁদ। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী রাস্তা আটকে খুব কাছ থেকে তাঁদের গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ তৃণমূল নেতার। এরপর গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন এক মহিলা-সহ ২ গ্রামবাসী। কাঁধে গুলি লাগায় মহিলাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, এলাকা দখলকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতা শেখ ইমতিয়াজের সঙ্গে শেখ লালচাঁদ গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তার জেরে ইমতিয়াজের ডানহাত বলে পরিচিত স্থানীয় দুষ্কৃতী বালা বিলুর লোকজন ২ তৃণমূল নেতার ওপর হামলা চালায়। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশবাহিনী।