মুম্বই: আগামী মাসের ১১ তারিখ ৭৪ বছরে পা রাখতে চলেছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। অথচ এই বয়সে এখনও তিনি বলিউডের ‘বস’, বলছে বিভিন্ন বিদেশী সংবাদমাধ্যম। এমনকি এই বয়সে এখনও ভাল কাজ পাওয়ার ব্যাপারে ও করার জন্যে একই রকম আগ্রহী থাকেন তিনি, যেমন তিনি থাকতেন তাঁর কেরিয়ারের শুরুতে।
সম্প্রতি বিগ বি কাজ করেছেন ‘পিঙ্ক’-এ। এই ছবি তাঁকে এতটাই নাড়া দিয়েছে, যে তিনি তাঁর দুই নাতনি বা আগামী প্রজন্মের নারীদের উদ্দেশ্যে দুটি শিক্ষামূলক চিঠিও লিখে ফেলেছেন। বিগ বি-র দাবি ‘পিঙ্ক’ মুক্তির সঙ্গে সঙ্গে আপাতভাবে ঐতিহ্যশীল ভারতীয় সংস্কৃতি ধাক্কা খাবে।
এই ছবির পটভূমি দিল্লি, কারণ এখানেই সবচেয়ে বেশি ধর্ষণ, মহিলাদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে।
তবে বিগ বি-র জন্মদিনে এখনও তাঁর বাড়ির বাইরে একাধিক ভক্তের সমাগম হয়। ৭০-এর দশকে অ্যাকশন নির্ভর ছবিতে অভিনয় করার জন্যে তাঁকে ‘অ্যাঙ্গরি ইয়াং ম্যান’ বলে ডাকা হত। তাঁর এই দীর্ঘ কেরিয়ারে তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন। কাজ করেছেন ছোট ও বড়পর্দা দু জায়গাতেই। ‘ওয়াজির’, ‘তিন’, ‘ব্ল্যাক’-এর মতো ছবিতেও বিগ বি-র অভিনয় যথেষ্ট দাগ কেটেছে। তবে এতধরনের বৈচিত্র্যময় কাজ করা সত্ত্বেও, এখনও অন্য ধরনের ছবিতে কাজ করার ক্ষিদে কমেনি বিগ বি-র। আজও তিনি দাপটের সঙ্গে রাজত্ব করছেন বলিউডে। তাই তাঁকে বলিউডের ‘বস’ বলছে বিদেশী সংবাদমাধ্যম।
৭৪-এর দোরগোড়ায়ও বলিউডের ‘বস’ অমিতাভ বচ্চন, দাবি বিদেশী সংবাদমাধ্যমের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2016 10:44 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -