নয়াদিল্লি:  মার্কিন অ্যাডাল্ট ফিল্ম তারকা জোয়ে পার্কার মারা গেলেন মাত্র ২৪বছর বয়সে। জোয়ের হবু স্বামী জয় ক্যাম্পবেল জানিয়েছেন, ঘুমন্ত অবস্থায় মারা যান জোয়ে। গো ফান্ড মি পেজের মাধ্যমে এ কথা জানিয়েছেন ক্যাম্পবেল।
ডেইলি মেল-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কয়েক মাস আগেই জোয়ে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন। সম্প্রতি ক্যাম্পবেলের সঙ্গে তাঁর বাগদান হয়। নতুন জীবন শুরু করতে আমেরিকার টেক্সাসে বসবাস শুরু করেছিলেন তিনি। গো ফান্ড মি পেজে ক্যাম্পবেল জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর রাত দুটোর সময় ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় জোয়ের।
ক্যাম্পবেল লিখেছেন, অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ছাড়ার পর জোয়ে টেক্সাসে পরিবারের লোকজনদের সঙ্গে ছিলেন। পরিবারের লোকজনের কাছে এসে তিনি নতুন জীবন শুরু করেন। নতুন এই শুরুটা বেশ ভালো হয়েছিল। সম্প্রতি তিনি তাঁর বাগদানের কথাও ঘোষণা করেছিলেন। জীবনে প্রথমবার এতটা খুশি হয়েছিলেন তিনি।
মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
জোয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ছিলেন। তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। জোয়ের অকাল প্রয়াণের পর তাঁর অনুরাগী ও ফলোয়াররা গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন। তাঁর বন্ধুবান্ধব ও কর্মজগতের লোকজনও শোকপ্রকাশ করেছেন।
জানা গেছে, তাঁকে ভ্যালেন্টাইন্স ডের- চমক হিসেবে অ্যাপিয়ারেন্সের জন্য ২০১৭-তে এবিএন অ্যাওয়ার্ডসে সর্বসেরা ভার্চুয়াল রিয়েলিটি দৃশ্যের জন্য মনোনীত করা হয়েছিল। অ্যাডাল্ট পারফর্মার গিল্টও জোয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট বার্তায় জানিয়েছে, জোয়ে পার্কারের মৃত্যুর খবরে শোকবিহ্বল। আমরা তাঁর পরিবার-পরিজনও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।