সন্দীপ সরকার: করোনা ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে চাইছে সবাই। কিন্তু কবে জনসাধারণের হাতে আসবে ভ্যাকসিন? কোথায় দাঁড়িয়ে ভ্যাকসিন আবিষ্কারের বিজ্ঞান? এরকম অসংখ্য প্রশ্ন আমজনতার মনে। সেইসব প্রশ্নের উত্তরের হদিশ দিতে এগিয়ে এল দুই স্বেচ্ছাসেবী সংগঠন, কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং জনস্বাস্থ্য সহায়ক বিলাসপুর। তাদের উদ্যোগেই ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনব এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর ৩টে ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত চলবে আলোচনা সভা। আলোচ্য বিষয়- কোভিড ভ্যাকসিন: হোপস অ্যান্ড হাইপ।


সেখানে বক্তব্য রাখবেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন-এর অধ্যাপক হেইডি লারসন, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এর অধ্যাপক পার্থ মজুমদার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির অধ্যাপক সত্যজিৎ রথ, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জে ভি আর রাও। এছাড়াও থাকছেন এক ঝাঁক চিকিৎসক, বিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী। আলোচনা সভার অন্যতম উদ্যোক্তা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার এন্ড ডাইজেস্টিভ সায়েন্সেসের অধ্যাপক, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, এসএসকেএম-এর চিকিৎসক অধ্যাপক দীপ্তেন্দ্র সরকার।

করোনা ভ্যাকসিন নিয়ে আমজনতা কী ভাবছে, তা জানতে, সাধারণ মানুষকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে থাকছেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা, আশা কর্মী, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নার্স, হাতুড়ে, শিক্ষক-সহ বিভিন্ন পেশার মানুষজন।