নয়াদিল্লি: গত ছয় মাসে ভারত-চীন সীমান্তে কোনও অনুপ্রবেশ ঘটেনি। এমনটাই রাজ্যসভার সদস্যদের জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি-র রাজ্যসভার সদস্য ডঃ অনিল অগ্রবাল। তারই উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, গত ছয় মাসে কোনও অনুপ্রবেশ ঘটেনি ভারত-চীন সীমান্তে।
তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে ১৯৯৩-১৯৯৬ সালে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি ভঙ্গ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বেআইনি অনুপ্রবেশ বহাল রয়েছে। গত ছয় মাসে ভারত-পাক সীমান্তে মাঝেমধ্যেই অনুপ্রবেশ ঘটেছে।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সরকার সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করার জন্য যথেষ্ট সক্রিয়। সংবেদনশীল বেশ কিছু সীমান্তে দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছে। বেড়া দেওয়ার কাজ চলছে। প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হচ্ছে। অনুপ্রবেশে ধরপাকড় বাড়িয়ে জেরা, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য জানার চেষ্টা হচ্ছে। আবার গোয়েন্দাদেরও নিয়োগ করা হয়েছে বেশি সংখ্যায়। পূর্ব লাদাখে গোগরা, কোঙ্ককা লা, প্যাংগঙ লেকের উত্তর ও দক্ষিণ প্রান্তের পরিস্থিতি এখন কেমন তা নিয়েও ধারণা দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।
রাজনাথ স্পষ্ট ভাষায় বলেন, যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে গা জোয়ারি করার চেষ্টা চিন করছে তা, কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না।আর নিজেদের শক্তি নিয়ে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট আত্মবিশ্বাসী বলেও জানান রাজনাথ।