নয়াদিল্লি: ফের বিপাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা (money laundering case) দায়ের করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ২০২১ সালের অক্টোবরে আরিয়ান খানকে মাদক মামলায় না ফাঁসানোর জন্য অভিনেতা শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগ রয়েছে এবং তাঁর আয়ের বাইরেও আরও সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। খবর ঘনিষ্ঠ সূত্রে।
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ
গত বছরের মে মাসে দায়ের হওয়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের (এফআইআর) ভিত্তিতে কয়েকদিন আগে ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক অপরাধ তদন্ত সংস্থা মামলাটি নথিভুক্ত করেছে। শীঘ্রই তাঁকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ইডি, খবর সূত্রের।
সূত্রের আরও খবর, সমীর ওয়াংখেড়ে তাঁর বিরুদ্ধে ইডি-র মামলা দায়ের করার কথা জানতে পেরে, ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছেন যে তাঁর বিরুদ্ধে কোনও জোরপূর্বক ব্যবস্থা নেওয়া উচিত নয়। হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই মামলায় জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে তাকে স্বস্তি দিয়েছে।
২০২৩ সালের ১১ মে হওয়া সিবিআই এফআইআরে উল্লিখিত অভিযোগ অনুযায়ী, এনসিবির প্রাক্তন এসপি - বিশ্ব বিজয় সিংহ, ইন্টেলিজেন্স অফিসার আশিস রঞ্জন, ওয়াংখেড়ে, দুই প্রাইভেট ব্যক্তি - কিরণ গোসাভি, সানভিল ডিসুজা, ২৫ কোটি টাকা দাবি করেন, শাহরুখ খানের (Shah Rukh Khan) থেকে, তাঁর ছেলেকে 'না ফাঁসানো'র বদলে, ২০২১ সালের প্রমোদ তরী মাদক মামলার প্রেক্ষিতে। সূত্রের খবর, সেই ঘুষের পরিমাণ এরপর কমিয়ে ১৮ কোটিতে নামানো হয়। ইতিমধ্যেই সিবিআই ওয়াংখেড়ে ও অন্যান্য অভিযুক্তদের এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। IRS আধিকারিক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এনসিবি-র কয়েকজন অফিসারের 'প্রতিহিংসা'র ফল হিসেবে সিবিআই-এর এই পদক্ষেপ বলে অস্বীকার করেছেন।
মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজে এনসিবির বিতর্কিত হানার ঠিক একদিন পর ২০২১ সালের ৩ অক্টোবর, আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। NCB-র গঠন করা বিশেষ তদন্তকারী দল গত বছর ২৭ মে, আরিয়ান খানকে ক্লিনচিট দেয়, বলা হয় তিনি মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত নন। এনসিবি-র অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে যে সংস্থার 'ইনফরমেশন নোটে' শেষ মুহূর্তে আরিয়ান খান এবং আরবাজ মার্চেন্টের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়াও, ফোন বাজেয়াপ্ত করার ডকুমেন্টেশন এবং বিবৃতি রেকর্ড করার মতো পদ্ধতিগুলি ওয়াংখেড়েও তাঁর দলের দ্বারা সঠিকভাবে করা হয়নি, তদন্তে পাওয়া গেছে। এনসিবি, বম্বে হাইকোর্টে দাখিল করা একটি হলফনামায় বলেছে যে ওয়াংখেড়ে অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তার কথোপকথনের চ্যাটগুলিকে তাঁর সততার প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না কারণ তিনি এই চ্যাটগুলিকে "গোপন" রেখেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।