‘উড়তা পঞ্জাব’-এর মুক্তি রুখতে সুপ্রিম কোর্টে এনজিও, প্রোমো সংশোধনের নির্দেশ দিল্লি হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2016 03:34 PM (IST)
নয়াদিল্লি: ‘উড়তা পঞ্জাব’-এর মুক্তি রুখতে এবার সুপ্রিম কোর্টে একটি এনজিও। ‘হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস’ নামে ওই এনজিও বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চে আবেদন জানায়, পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, তাই ছবিটির মু্ক্তি বন্ধের নির্দেশ দেওয়া হোক। তবে বেঞ্চ আর্জিটি সঙ্গে সঙ্গে শুনতে চায়নি। আগে রেজিস্ট্রি থেকে যাবতীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সেরে সম্মতি নিতে হবে, তারপর শুনানি, জানিয়ে দেয় বেঞ্চ। তবে শুধু সুপ্রিম কোর্টে গিয়েই ক্ষান্ত হয়নি ওই এনজিও। আধ ঘণ্টা বাদে তারা দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়। সেখানে বিচারপতি সুনীল গৌড় ও বিচারপতি পি এস তেজির বেঞ্চ তাদের বক্তব্য শুনে জানায়, বম্বে হাইকোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে ‘উড়তা পঞ্জাব’-এর প্রোমো সংশোধন করতে হবে ছবির প্রযোজক সংস্থা ফ্যান্টম ফিল্মস-কে। তাছাড়া ছবিতে থাকা প্রকাশ্যে ‘মূত্রত্যাগের দৃশ্য’টিও ইউটিউবের মতো অনলাইন সাইটগুলি থেকে তুলে নেওয়া সুনিশ্চিত করতে হবে তাদের। এনজিও-টি ওই দৃশ্য ছাঁটার দাবির পাশাপাশি এও বলেছে, ছবিটিকে শংসাপত্র দেওয়ার আগে তাদের মত শুনতে হবে সেন্সর বোর্ড ও তাদের অনুমোদিত কর্তৃপক্ষকে। প্রসঙ্গত, গত ১৩ জুন বম্বে হাইকোর্ট বিতর্কের কেন্দ্রে থাকা ছবিটির মুক্তির সামনে বাধা দূর করে দেয়। আদালত নির্দেশ দেয়, ছবি থেকে মূত্রত্যাগের দৃশ্যটি ছাঁটতে হবে। নতুন সংশোধিত ডিসক্লেমার দেখাতে হবে যাতে পাকিস্তানের কোনও উল্লেখ থাকবে না। তারপরই ছবিটি রিলিজ হবে। পাশাপাশি হাইকোর্ট ছবির নির্মাতাকে আরও নির্দেশ দেয়, ডিসক্লেমারে এ কথাও যোগ করতে হবে যে, ছবিটি ও তার চরিত্রগুলি কোনওভাবেই মাদকের ব্যবহার, অশালীন শব্দ প্রয়োগে উত্সাহ দেয় না, শুধু মাদকের নেশার ভয়াবহ বাস্তব দিকটি তুলে ধরাই তাদের উদ্দেশ্য। প্রসঙ্গত, কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড গত ৬ জুন ছবিটির মোট ১৩টি দৃশ্য বাদ দিতে বলেছিল তার নির্দেশে, যার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যায় ছবির নির্মাতারা। .