মুম্বই: চলতি বছররে শুরু থেকে বেশ কিছু বলিউড ছবি (Bollywood Movies) এবং বেশ কিছু বলি তারকার সময় খুব একটা ভালো যায়নি। চলতি বছর ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বেশ কিছু ছবি। তার মধ্যে হাতে গোনা কয়েকটা ছবি সাফল্য পেয়েছে। যেমন, 'ভুলভুলাইয়া টু', 'দ্য কাশ্মীর ফাইলস', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং আরও কিছু। আর বিগ বাজেট বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। উদাহরণ হিসেবে বলা যেতেই পারে 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'শামশেরা', 'রক্ষা বন্ধন', 'লাল সিং চাড্ডা', 'জোয়েশভাই জোরদার'-এর মতো ছবি। তাই আগামী বেশ কিছু ছবির দিকে এখন তাকিয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে সলমন খান (Salman Khan), হৃত্বিক রোশন (Hrithik Roshan), আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আরও বেশ কিছু তারকার ছবি মুক্তি পাবে আগামী দিনে। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক, কোন কোন তারকার ছবি নজরে রয়েছে।


আগামী কয়েক মাসে কোন কোন ছবি বলিউডে মুক্তি পাবে?


১. বলিউডের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম অবশ্যই 'ব্রহ্মাস্ত্র'। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) দিয়েই পর্দায় প্রথমবার জুটি বেঁধে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। তিনভাগে দেখানো হবে এই ছবি। যার প্রথম ভাগ 'শিবা'তে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়কে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক।


২. আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে 'বিক্রম বেদা' (Vikram Veda)। তামিল ছবি থেকে তৈরি এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশন, সেফ আলি খান। এছাড়াও, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে রাধিকা আপ্তেকে।


৩. দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয়ের পর এবার অফিশিয়ালি বলিউড ছবিতে আত্মপ্রকাশ হতে চলেছে রশ্মিকা মন্দান্নার। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে 'গুডবাই' (Goodbye)। রশ্মিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তাকে।


৪. 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষা বন্ধন'-এর চূড়ান্ত ব্যর্থতার পর অক্ষয় কুমারের 'রাম সেতু' (Ram Setu) মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবর। এই একইদিনে মুক্তি পাবে অজয় দেবগনের 'থ্যাঙ্ক গড'।


আরও পড়ুন - KBC 14: 'কেবিসি'র ১ কোটি টাকার প্রশ্নের উত্তর দিতে পারলেন না প্রতিযোগী, আপনি পারবেন?


৫. জানা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে 'দৃশ্যম টু'। প্রথম ছবি 'দৃশ্যম'-এর সাফল্যের পর সিক্যুয়েল নিয়ে আসছেন অজয় দেবগন। তিনি এবং তব্বু ছাড়াও এই ছবিতে দেখা যাবে অক্ষয় খন্নাকে। ১৮ নভেম্বর মুক্তি পেতে পারে এই ছবি।


৬. বরুণ ধবন ও কৃতী শ্যাননকে জুটি বেঁধে 'ভেড়িয়া' ছবিতে দেখা যাবে। যা মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।


৭. আয়ুষ্মান খুরানার 'অ্যান অ্যাকশন হিরো' মুক্তি পাবে ডিসেম্বরের শুরুর দিকে। 


৮. 'জোয়েশভাই জোরদার' ছবির ব্যর্থতার পর চলতি বছর দ্বিতীয় ছবি মুক্তি পেতে চলেছে রণবীর সিংহের। জানা যাচ্ছে, রোহিত শেট্টি পরিচালিত এবং রণবীর সিংহ অভিনীত 'সার্কাস' মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।


৯. লাস্ট বাট নট দ্য লিস্ট। বলিউড সুপারস্টার সলমন খানের 'কভি ইদ কভি দিওয়ালি' মুক্তি পাবে আগামী ৩০ ডিসেম্বর। ভাইজানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে পূজা হেগড়েকে। এছাড়াও, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল এই ছবি দিয়েই বি টাউনে বড় পর্দায় পা রাখতে চলেছেন।