মুম্বই: চলতি বছর শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)। সঞ্চালক অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সামনে হট সিটে বসছেন তারকা থেকে সাধারণ প্রতিযোগীরা। কেউ জিতছেন ৫০ লক্ষ টাকা তো কেউ অন্য কোনও প্রাইজ মানি। 'কেবিসি ১৪'র (KBC 14) সাম্প্রতিক এপিসোডে দেখা গিয়েছে, সেখানে এসেছিলেন ২৭ বছর বয়সী এক যুবক। যিনি এক ই কমার্স কোম্পানির স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশনস ম্যানেজার। যিনি ৭৫ লক্ষ টাকা জেতেন এবং ১ কোটি টাকার জন্য খেলার চেষ্টাও করেন। কিন্তু ১ কোটি টাকার জন্য যে প্রশ্ন ছিল, তা তিনি দিতে পারেননি। তাই শেষ পর্যন্ত কুইট করেন। আর ৭৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি যান। কিন্তু কী প্রশ্ন ছিল ১ কোটি টাকার জন্য? দেখুন তো আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা।
'কেবিসি'তে প্রতিযোগী ১ কোটি টাকার কোন প্রশ্নের উত্তর দিতে পারলেন না?
'কৌন বনেগা ক্রোড়পতি'র চলতি সিজনে প্রতিযোগী আয়ুষ গর্গ জেতেন ৭৫ লক্ষ টাকা। ১ কোটি টাকার প্রশ্ন পর্যন্ত পৌঁছলেও সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। ৭৫ লক্ষ টাকার উত্তর সঠিক দেওয়ার পরই ২৭ বছর বয়সী যুবক আয়ুষ গর্গের বাবা-মাকে ভিডিও কল করেন অমিতাভ বচ্চন। যে সময়ে ওই প্রতিযোগীকে ১ কোটি টাকার প্রশ্ন করা হয়, তখন তাঁরাও ভিডিও কলে থাকেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, 'প্রথম ৮ হাজারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ যাতে মানুষ পা দিয়েছিল?' এই প্রশ্নের চারটি অপশন হিসেবে দেওয়া হয়, ১) অন্নপূর্ণা, ২) লোৎসে, ৩) কাঞ্চনজঙ্ঘা এবং ৪) মাকালু। এই প্রশ্নের উত্তর হিসেবে ২) লোৎসে বেছে নেন আয়ুষ। কিন্তু ভুল হয়। এবং প্রতিযোগীকে ৭৫ লক্ষ টাকা নিয়েই বাড়ি ফিরতে হয়। আপনি জানেন এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা?
আরও পড়ুন - Katrina Kaif: আলিয়া, বিপাশার পর কি এবার মা হতে চলেছেন ক্যাটরিনা? সাম্প্রতিক ছবিতে বাড়ল জল্পনা
প্রথম ৮ হাজারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ যাতে মানুষ পা দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর ১) অন্নপূর্ণা। প্রতিযোগী যদি সঠিক উত্তর দিতে পারতেন, তাহলে ১ কোটি টাকা জিততে পারতেন। প্রসঙ্গত, চলতি সিজনে 'কেবিসি'তে জ্যাকপট প্রাইজ হিসেবে ৭.৫ কোটি টাকার একটি স্ল্যাবও রাখা হয়েছে।
অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' মূলত 'হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র'-এর অফিশিয়াল হিন্দি অ্যাডাপশন। ২০০০ সালের ৩ জুলাই প্রথম সম্প্রচারিত হয় এই জনপ্রিয় কুইজ শো। দেখতে দেখতে এই কুইজ শো ১৪তম সিজনে পা দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র তৃতীয় সিজন সঞ্চালনা করেন শাহরুখ খান। কিন্তু তিনি তেমন সাফল্য পাননি এই শোয়ের সঞ্চালক হিসেবে। বাকি সমস্ত সিজন সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন। চলতি বছর প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় দেখা যাচ্ছে 'কেবিসি ১৪'।