মুম্বই: করোনা অতিমারির (Covid19) জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। এর ফলে বলিউডে (Bollywood) আটকে ছিল একাধিক ছবির মুক্তি। মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই বলিউডে একাধিক ছবির মুক্তির দিন ঘোষণা করে পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা। তেমনই নভেম্বর মাসজুড়ে বলিউডে মুক্তি পেয়েছে 'সূর্যবংশী', 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ', 'সত্যমেব জয়তে টু', 'বান্টি অউর বাবলি টু'-র মতো ছবি। এবার ডিসেম্বর মাসেও মুক্তি পেতে চলেছে একাধিক ছবি। সামনেই বড়দিন। উত্সবের মরসুমে গোটা ডিসেম্বর মাসে বলিউডে কোন কোন ছবি মুক্তি পাবে, দেখে নেওয়া যাক তার তালিকা-


১. তড়প- রোম্যান্টির অ্যাকশন থ্রিলার 'তড়প' দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি। ছবিটি তেলুগু ছবি 'আরএক্স ১০০' ছবির হিন্দি রিমেক। বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করা অহন শেট্টির বিপরীতে এই ছবিতে থাকছেন তারা সুতারিয়া। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি বিভিন্ন পোস্টার। সেখানে দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি চোখে পড়ার মতো। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'তড়প'।


২. চণ্ডীগড় করে আশিকি- আয়ুষ্মান খুরানা এবং বাণী কপূর অভিনীত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। রোম্যান্টিক ড্রামা 'চণ্ডীগড় করে আশিকি'তে নতুন জুটি আয়ুষ্মান-বাণীর কেমিষ্ট্রি ইতিমধ্যেই টক অফ দ্য টাউন। বক্স অফিসেও যে এর প্রভাব পড়বে, তা বোঝাই যাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।


৩. এইট্টি থ্রি- বহু প্রতিক্ষীত ''৮৩'' মুক্তি পেতে চলেছে বড়দিনে। রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোনের এই ছবি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে কেমন লাগছে রণবীর সিংহকে, তা আগেই দেখে ফেলেছেন অনুরাগীরা। তাই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে আরও।


৪. জার্সি- 'এইট্টি থ্রি'-র পাশাপাশি বলিউডে আসতে চলেছে আরও একটি স্পোর্টস ড্রামা। এবার ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন শাহিদ কপূর। আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর 'জার্সি'। এই ছবিতে শাহিদ কপূরের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ কপূর।