কলকাতা: দুষ্কৃতীরাজ আর দুর্নীতি সাফ করার দাবিতে শোরগোল শহর জুড়ে। এদিকে ২৫ বছর পর অপরাধমূলক ঘটনা ঘটেছে গ্রামে। এফআইআর দায়ের নিয়ে দ্বন্দ্ব তৈরি হল কেন? এক চিকিৎসকের বিরুদ্ধে কোন অভিযোগে তোলপাড় নেটদুনিয়া? জেলে থেকেও অপরাধ দুনিয়ায় নিয়ন্ত্রণ হাতের মুঠোয়? কোথায় ঘটছে এমন কাণ্ড?
ইদে আসছে 'সিকন্দর': ইনসাফের প্রশ্ন নিয়ে সিকন্দর ভাবছে না। সিকন্দর সাফ করতে আসছে। সাফ হবে দুষ্কৃতীরাজ, সাফ হবে দুর্নীতি। সিকন্দরের টিজারে সলমন খানের রণহুঙ্কার। ইদের সময় মুক্তি পেতে চলেছে এ আর মুরুগাদৌস পরিচালিত ছবিটি। প্রথমবার অনস্ক্রিন জুটিতে সলমন খান আর রশ্মিকা মন্দানা। টিজার মুক্তির পর ১৮ ঘন্টার মধ্যে প্রযোজনা সংস্থা নাদিয়াডওয়ালা গ্র্যান্ডসনের অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলে ভিউ হয়েছে ২ কোটি ২৫ লক্ষের বেশি।
ধড়কপুরে ধরপাকড়: কথায় বলে, ধড়কপুর হল বিহারের বেলজিয়াম। ২৫ বছর ধরে কোনও অপরাধমূলক ঘটেনি, বুক ধড়ফরও করেনি ধড়কপুরের। ক্রাইম ফ্রি গ্রাম হিসেবে এই কীর্তির জন্যই এবার ধড়কপুরে পৌঁছবে পরিষ্কার পানীয় জল। তবে ধড়কপুরের ধারাবিবরণীতে সেরা ট্যুইস্টটা কোথায় বলুন তো? রোশনির বিয়েকে ঘিরে। গ্রামেরই প্রাইমারি স্কুলের অস্থায়ী শিক্ষক বনওয়াড়ি তাঁর মেয়ে রোশনির সঙ্গে শিক্ষাদফতরের কেরানির বড়ছেলের বিয়ে দিতে চান নিজের চাকরি পাকা করার আশায়। এদিকে রোশনি বিয়ে করতে চায় পাত্রের ভাইকে। কারণ সে মুুম্বইয়ে চাকরি করে। পাশাপাশি রোশনির ভাই স্বপ্ন দেখে, রোশনি বিয়ে করে মুম্বই গেলে, সেও মুম্বই গিয়ে সুপারস্টার হবে। এদিকে বিয়েতে যৌতুক হিসেবে পাত্রপক্ষ চেয়ে বসেছে একটি মোটরবাইক আর একবছরের পেট্রোল খরচা। ঝা পরিবার মেয়ের বিয়ে দিতে মোটরবাইক কিনেও নেয়। কিন্তু ঘটনাচক্রে সেই বাইক চুরি যেতেই কাহিনি মোড় নেয় নতুন পথে। এই প্রেক্ষাপটেই জমজমাট হাসির খোরাক নিয়ে আমাজন প্রাইম ভিডিওয় ৭ মার্চ মুক্তি পেতে চলেছে অরিজিনাল সিরিজ দুপাহিয়া। গজরাজ রাও, স্পর্শ শ্রীবাস্তব, শিবানী রঘুবংশী, রেণুকা সাহানি, ভুবন আরোরা, যশপাল শর্মা অভিনীত এই সিরিজটি পরিচালনা করেছেন সোনম নায়ার।
৭ মার্চ প্রকাশ্যে 'ফুটেজ': পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ প্রেজেন্টার হিসেবে সাড়াজাগানো মালয়ালম ফিল্ম 'ফুটেজ'-এর হিন্দি ভার্সন নিয়ে হাজির হবেন বড় পর্দায়। মঞ্জু ওয়ারিয়র অভিনীত, সাইজু শ্রীধরণ পরিচালিত ছবিটি ৭ মার্চ মুক্তি পাবে।
মেলবোর্নের আয়নায় নাগরিক কাহিনি: নগর নিজের গল্প বলে। সেই গল্পের চরিত্র হয়ে বেঁচে থাকে নাগরিকরা। নগর বদলাতেই পারে, কিন্তু নাগরিকদের সুখ-দুঃখ-আনন্দ-বিষাদের অনুভূতির গল্পগুলো কি আদৌ বদলায়? নাকি সব নগরেই এক সুতোয় বাঁধা থাকে নাগরিক জীবন? এই প্রশ্নগুলো নিয়েই অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের প্রেক্ষাপটে তৈরি এক ভারতীয় অ্যান্থোলজি ফিল্ম 'মাই মোলবোর্ন'। পরিচালক ইমতিয়াজ আলি, কবীর খান, রিমা দাস ও ওনির চারটি আলাদা আলাদা কাহিনি বুনেছেন এই ছবিতে। ভারতে ছবিটি মুক্তি পেতে চলেছে ১৪ মার্চ। এই অ্যান্থোলজি ফিল্মে অনির পরিচালিত ছবিটির নাম নন্দিনী। অভিনয় করেছেন অর্ক দাস, মৌলি গঙ্গোপাধ্যায়। নন্দিনীর চিত্রনাট্যের কেন্দ্রে রয়েছে এক সমকামী বাঙালি যুবক ইন্দ্র। সে বাড়ির অমতে মেলবোর্নেই তাঁর পার্টনারের সঙ্গে থাকে। ইতিমধ্যে ইন্দ্রর মায়ের মৃত্যুর পর তাঁর বাবা
যখন তাঁর মায়ের চিতাভস্ম নিয়ে ইন্দ্রর মুখোমুখি হন, তখন সম্পর্কের এক অদ্ভুত সমাপতন ধরা পড়ে। রিমা দাস পরিচালিত ছবি এমাতে অভিনয় করেছেন রায়না লসন, মিখেইলা ইবনি। এই ছবিতে দুরারোগ্য জিনঘটিত রোগে আক্রান্ত এক তরুণীর কাহিনি তুলে ধরা হয়েছে। শ্রবণক্ষমতা আর দৃষ্টিশক্তির সমস্যার সঙ্গে লড়তে লড়তেই সে নৃত্যশিল্পী হিসেবে নিজের প্রতিভার পরিচয় দিতে চায়। কবীর খান পরিচালিত ছবি সিতারায় অভিনয় করেছেন সিতারা আমিরি এবং ব্র্যাড হগ। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে মা আর বোনের সঙ্গে মেলবোর্নে চলে আসা এক বছর পনেরোর আফগান কিশোরীর কাহিনি
তুলে ধরা হয়েছে ছবিটিতে। ক্রিয়েটিভ ডিরেক্টর ইমতিয়াজ আলির ছবি জুলস-এ অভিনয় করেছেন আরুশি শর্মা, ক্যাট স্টিউয়ার্ট। সাক্ষী নামে এক নববিবাহিত প্রবাসী ভারতীয় ফুডব্লগার এবং মেলবোর্নের এক গৃহহীন মহিলার সম্পর্কের কাহিনি নিয়ে তৈরি হয়েছে জুলস।
২১ মার্চ 'তুমকো মেরি কসম': ভারতের একটি প্রথমসারির আইভিএফ চিকিৎসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অজয় মুরডিয়ার জীবন কাহিনির ছায়ায় বিক্রম ভাট পরিচালিত ছবি তুমকো মেরি কসম মুক্তি পেতে চলেছে ২১ মার্চ। ছবিটিতে অভিনয় করেছেন অনুপম খের, ইশওয়াক সিং, আদা শর্মা, এষা দেওল এবং সুশান্ত সিং।
মোহনলাল-পৃথ্বীরাজের অ্যাকশন: NEW পৃথ্বীরাজ সুকুমারণের পরিচালনায় অ্যাকশন থ্রিলার ট্রিলজির দ্বিতীয় ভাগ, এলটু-এম্পুরান ২৭ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ২০১৯-এ মুক্তি পাওয়া লুসিফারের পর এই ছবিটিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে মোহনলালকে। পরিচালনার পাশাপাশি পৃথ্বীরাজ অভিনয়ও করেছেন এই ছবিতে। এছাড়াও আছেন সচিন খেড়েকর, টোভিনো থমাস এবং মঞ্জু ওয়ারিয়র।
১৮ এপ্রিল 'কেশরী চ্যাপ্টার টু': NEW মোহনলালের আরও একটি প্যান-ইন্ডিয়ান ফিল্ম ভ্রুশাভা সম্প্রতি শিরোনামে উঠে এসেছে। সদ্য ছবিটির শ্যুটিং শেষ করেছেন মোহনলাল। হলিউডের প্রযোজক নিক থার্লো এই ছবির এক্সিকিউটিভ প্রোডিউসরের দায়িত্ব সামলাচ্ছেন। নন্দকিশোর পরিচালিত এই এপিক-অ্যাকশন ফিল্মটির তেলুগু এবং মলয়ালম ভার্সনের পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ডাবড ভার্সন একই সঙ্গে মুক্তি পাবে। মোহনলাল ছাড়াও এই ছবিতে দর্শকদের নজর থাকবে ডেবিউট্যান্ট শানায়া কপূরের ওপরেও। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা মোহনলালের হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সঞ্জয় কপূর ও মাহীপ কপূরের মেয়ে শানায়া কপূর। শানায়ার বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন তেলুগু তারকা রোশন মেকা।
২৫ এপ্রিল প্যান-ইন্ডিয়ায় 'কানাপ্পা': বিষ্ণু মাঞ্চুর প্যান-ইন্ডিয়ান ফিল্ম কানাপ্পায় থাকছে দুরন্ত চমক। ক্যামিও চরিত্রে প্রভাস, অক্ষয় কুমার আর মোহনলাল। টিজার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ চড়াচ্ছে কানাপ্পা-কে ঘিরে। এই মাইথোলজিক্যাল অ্যাকশন ড্রামায় শিবভক্ত কানাপ্পাকে ঘিরে প্রচলিত লোকগাথার ভিত্তিতেই লেখা হয়েছে চিত্রনাট্য। প্রভাস এবং মোহনলাল বিষ্ণু মাঞ্চুর এই ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি। ২৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি।
১ মে 'হিট - দ্য থার্ড কেস': তেলুগু তারকা নানির প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার হিট-দ্য থার্ড কেস মুক্তি পেতে চলেছে ১ মে। ২০২২-এ মুক্তি পাওয়া হিট দ্য সেকেন্ড কেস-এর সিক্যুয়েল এই ছবিটি। শ্রীনিধি শেঠী এবং সুরিয়া শ্রীনিবাসও অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন শৈলেশ কোলানু। নানির কপ ইউনির্ভাসের থার্ড ইনস্টলমেন্টে এসপি অর্জুন সরকারের চরিত্রটি এবার নতুন মিশনে আবার অপরাধীদের তুলোধোনা করবে।
বিজয় দেবরাকোন্ডার কিংডম: NEW প্যান-ইন্ডিয়ায় এবার স্পাই-থ্রিলার নিয়ে হাজির হতে চলেছেন বিজয় দেবরাকোণ্ডা। গৌতম তিন্নানুরি পরিচালিত কিংডম মুক্তি পেতে চলেছে ৩০ মে। কিংডম এমন এক অস্থির সময় আর এলাকার কাহিনি শোনাবে, যেখানে নিরন্তর লড়াই করে বেঁচে থাকাটাই ছিল নিয়তি। ক্ষমতার স্বাদ পেতে হতে উৎসর্গ করতে হত অনেক কিছু। এই পরিস্থিতি থেকে নিজের গোষ্ঠীর লোকেদের মুক্তির স্বাদ দিতেই রণঙ্গনে নামে এক যোদ্ধা। বিজয় দেবরাকোণ্ডাকে এই ছবিতে অভিনয়ের জন্য বডি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাঁকে এবার একদম নতুন লুকে আবিষ্কার করবেন অনুরাগীরা। কুম্ভস্নানের সময় প্রয়াগরাজে বিজয়কে যে হেয়ারস্টাইলে দেখা গিয়েছে, সেটিই তাঁর কিংডম লুক।
১ আগস্ট রণাঙ্গনে 'মিরাই': সুপার-হিরো থেকে এবার সুপার-যোদ্ধা। মাত্র ৪০ কোটি টাকা বাজেটের তেলুগু প্যান-ইন্ডিয়ান সুপার-হিরো ফিল্ম হনু-মান বক্স অফিসে ৩৩০ কোটি টাকার বেশি ব্যবসা করে হইচই ফেলে দেওয়ার পর থেকেই লাইম লাইটে রয়েছেন তেজা সাজ্জা। হনু-মানের নায়ক তেজা সাজ্জার আগামী প্যান-ইন্ডিয়ান ফিল্ম মিরাই মুক্তি পেতে চলেছে ১ আগস্ট। মিরাইয়ে তেজা সাজ্জাকে এবার দেখা যাবে সুপার-যোদ্ধার ভূমিকায়। তেলুগু ইন্ডাস্ট্রির প্রখ্যাত সিনেম্যাটোগ্রাফার এবং পরিচালক কার্তিক গট্টামনেনির পরিচালনায় মিরাই-এর অ্যাকশন প্যাকড টিজার বক্স-অফিসে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এই মাইথোলজিক্যাল ফিকশনটির কাহিনিতে দেখানো হবে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ পরিণতি দেখে সম্রাট অশোক হিংসার পথ পরিত্যাগ করেন। তাঁর অনুতাপ থেকে নটি গ্রন্থের সৃষ্টি হয়। অত্যন্ত গোপনীয় এই গ্রন্থগুলি
সম্মিলিত ভাবে নশ্বর মানুষকে ঐশ্বরিক ক্ষমতা দিতে পারে। অলৌকিক ক্ষমতাশালী ন'জন যোদ্ধা এই গ্রন্থগুলির রক্ষক হিসেবে নিজেদের কর্তব্য পালন করে চলেছে। তাঁরা নিজেরাই নিজেদের উত্তরসূরি খুঁজে নেয় পরবর্তী যোদ্ধা হিসেবে। সময়চক্রে যখন এক অশুভশক্তি এই নটি গ্রন্থকে হস্তগত করার চক্রান্ত করে, তখন মহাশক্তিধর যোদ্ধা মিরাই-এর জন্ম হয়। তেজা সাজ্জার প্রতিপক্ষ হিসেবে এই ছবিতে অভিনয় করছেন মনোজ মাঞ্চু।
মুরুগাদৌসের অ্যাকশন থ্রিলার: NEW সলমনের সিকন্দর বক্স অফিসের মুকাদ্দর ফেরাতে পারবে কিনা, এনিয়ে জল্পনার মাঝেই পরিচালক এ আর মুরুগাদৌসের প্যান-ইন্ডিয়ায় অ্যাকশন থ্রিলার মাদ্রাসি নিয়ে উত্তেজনায় ফুটছে নেটিজেনরা। কমল হাসানের প্রযোজনায় আমরণ-এর পর আবারও এক ধুন্ধুমার অ্যাকশন ফিল্মে হাজির শিবাকার্তিকেয়ন। মাদ্রাসির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।
আরও পড়ুন: Posani Krishna Murali: কুরুচিকর মন্তব্যের জের, গ্রেফতার পোশনি কৃষ্ণ মুরলী