কলকাতা: সিনেপ্রেমীদের জন্য় সুখবর। অগাস্টের শুরুতেই বিভিন্ন ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক কন্টেন্ট। যার মধ্য়ে অবশ্য়ই অন্য়তম 'দ্য হান্ট ফর বীরাপ্পান', 'মেড ইন হেভেন ২', 'দ্য জেঙ্গাবুরু অভিশাপ', দায়া', হাই স্কুল মিউজিক্যাল: দ্য মিউজিক্যাল: দ্য সিরিজ' সিজন ৪। কোথায় কোন সিরিজ দেখতে পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক।


দ্য হান্ট ফর বীরাপ্পান


সত্য়ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই তথ্য়চিত্র। বীরাপ্পান কুখ্য়াত দুষ্কৃতী হিসেবে পরিচিত, যে দীর্ঘসময় দক্ষিণ ভারতের অন্ধকার অরণ্যে লুকিয়ে ছিল। তার জীবনের অজানা গল্পই উঠে আসতে চলেছে এই তথ্য়চিত্রে।  সেলভামনি সেলভারাজ দ্বারা পরিচালিত এই তথ্য়চিত্রটি ৪ আগস্ট মুক্তি পাবে নেটফ্লিক্সে। এটি হিন্দি ও ইংরাজির পাশাপাশি, হিন্দি,কন্নড়, তেলেগু এবং মালায়লাম ভাষাতেও দেখতে পাবেন দর্শক।


মেড ইন হেভেন সিজন ২


'মেড ইন হেভেন সিজন ১' বেশ সমাদৃত হয়েছিল দর্শকমহলে। তাই সিজন ২ নিয়েও দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। এই সিরিজটি পরিচালনা করেছেন অলংকৃতা শ্রীবাস্তব, নীরজ ঘায়ওয়ান, নিত্য মেহরা, রীমা কাগতি এবং জোয়া আখতার।


নতুন সিজনে দেওয়া পাওয়া যাবে, ম্রুণাল ঠাকুর, রাধিকা আপ্তে, দিয়া মির্জা, নীলম কোঠারি, শিবানী দান্দেকর, সঞ্জয় কাপুর, সমীর সোনি, পুলকিত সম্রাট এবং বিক্রান্ত ম্যাসি, এলনাজ নরোজি, ইমাদ শাহ, সারা জেন ডায়াস, শ্রীতির মতো অভিনেতাদের। দেখতে পাওয়া যাবে শোভিতা ধুলিপালা, অর্জুন মাথুর, জিম সারভ, কল্কি কোয়েচলিন, শশাঙ্ক অরোরা, শিবানী রঘুবংশী এবং বিজয় রাজের মত অভিনেতাদেরও। 


১০ ​​আগস্ট থেকে প্রাইম ভিডিওতে এই সিরিজ দেখতে পাবে দর্শক।


দ্য জেঙ্গাবুরু কার্স


জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা নীলা মাধব পান্ডা পরিচালিত এই সিরিজটিতে ফারিয়া আবদুল্লাহ, নাসের, মকরন্দ দেশপান্ডে, সুদেব নায়ার,দীপক সম্পাট এবং হিতেশ ডেভ সহ অভিনেতাদের দেখতে পাওয়া যাবে। এই সিরিজটি লিখেছেন মায়াঙ্ক তেওয়ারি।


লন্ডন থেকে ওড়িশায়  এসে এক ব্য়ক্তি তিনি তার নিখোঁজ বাবার সন্ধান শুরু করেন। তারপরই শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। আর এই নিয়েই এগিয়েছে গল্প। 'দ্য জেঙ্গাবুরু কার্স' হল  ভারতের প্রথম ক্লাই-ফাই ওয়েব-সিরিজ যা মানুষের লোভের জন্য প্রাকৃতিক সম্পদের শোষণের বিষয়ে আলোচনা করে।


আরও পড়ুন...


জলখাবারে ফল খাওয়া কতটা উপকারি? কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন?


এটি ৯ আগস্ট থেকে Sony LIV-তে স্ট্রিমিং হবে।


দয়া


তেলেগু এই সিরিজটিতে অভিনয় করছেন  জে ডি চেকরাবর্তী, রাম্যা নামবিসান এবং এশা রেব্বা সহ একাধিক শিল্পীরা। একজন মৎস্যজীবীর জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিরিজের গল্প। এটি মূলত ক্রাইম থ্রিলার। সিরিজটি  হিন্দি, তামিল, মালায়লাম, কন্নড়, বাংলা এবং মারাঠি ভাষায় দেখতে পাবে দর্শক। হটস্টারে আগামী ৪ অগাস্ট থেকে এই সিরিজটি দেখতে পাবে দর্শক।


'হাই স্কুল মিউজিক্যাল: দ্য মিউজিক্যাল: দ্য সিরিজ' সিজন ৪


'হাই স্কুল মিউজিক্যাল: দ্য মিউজিক্যাল: দ্য সিরিজ-এর সিজন ৪ আসছে প্রকাশ্য়ে। এটিই শেষ সিজন। এতে আটটি পর্ব রয়েছে। ৯ অগাস্ট থেকে ডিজনি+ এ দেখেতে পাওয়া যাবে এই সিরিজ।