কলকাতা: ফের নতুন ধারাবাহিকের প্রধান মুখ হানি বাফনা (Honey Bafna)। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষ (Tumpa Ghosh)-কে। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'শ্যামা'। এই ধারাবাহিকে হানি বাফনাকে দেখা যাবে জয়ের চরিত্রে। অন্যদিকে ধারাবাহিকের নায়িকা টুম্পার নাম অরিত্রি। 


ধারাবাহিকের গল্প অনুযায়ী, জয় একজন বড়লোক বাড়ির ছেলে। বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রধান বকুল বন্দ্যোপাধ্যায়। গোটা বাড়ির কর্তা তিনিই, সবকিছু চলে তাঁর ইচ্ছেতেই। তিনি একজন প্রখ্যাত জ্যোতিষ ও সম্পর্কে ধারাবাহিকের নায়ক জয়ের দাদু। অন্যদিকে, সতীপীঠ মন্দিরের পুরোহিতের কন্যা সুন্দরী অরিত্রি। তাঁকে প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়েন জয়। বাড়ির সবার মত নিয়ে আশীর্বাদ নিয়ে বিয়ে হয়ে যায় তাঁদের। জ্যোতিষ পরিবারের ছেলে ও পুরোহিত পরিবারের কন্যার বিয়ের আগে তাঁদের কুষ্টি মিলিয়েও দেখা হয়েছিল। সেই অনুযায়ী, তাঁরা একেবারে একে অপরের যোগ্য।


কিন্তু বিয়ের পরেই তাদের জীবনে আসে অতীতের কালো ছায়া। যে সমস্ত ঘটনার কথা বিয়ের আগে জানতেনই না তাঁরা, সেই সমস্ত ঘটনা, চরিত্র ছায়া ফেলে তাঁদের জীবনে। এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আদৌ কি সুখী দাম্পত্য কাটাতে পারবেন জয় ও অরিত্রি? একটি ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে সাদামাটা অরিত্রি। সে কি এই জাল ছিল বেরিয়ে আসতে পারবে নাকি নষ্ট হয়ে যাবে তাদের বৈবাহিক জীবন, সেই উত্তর মিলবে গল্পে। 


ধারাবাহিকে জয়ের দাদু বকুলের চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ চক্রবর্তী (Biswajit Chakraborty)-কে। জয়ের ঠাকুমার চরিত্রে দেখা যাবে অনুরাধা রায় (Anuradha Roy)-কে। জয়ের বাবার ভূমিকায় থাকছেন ভরত কল (Bharat Kaul)। জয়ের মায়ের ভূমিকায় থাকছেন সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury)। জয়ের ভাইয়ের ভূমিকায় দেখা যাবে সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)-কে। অরিত্রির বাবার ভূমিকায় দেখা যাবে বোধিসত্ত্ব মজুমদার (Bodhisatya Majumdar)-কে। অরিত্রির মায়ের ভূমিকায় থাকছেন, মৌসুমী সাহা (Moushimi Saha)। জয়েক প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)-কে। 


 






আরও পড়ুন: Bengali Serial: যীশু-নীলাঞ্জনার নতুন ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ওম, বিপরীতে মৌমিতা