কলকাতা: শুধু দেশবাসীই নন, শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু বিশ্ববাসী। বক্স অফিসে অব্যাহত ঝোড়ো ইনিংস। দেশে মাত্র পাঁচ দিনেই ৩০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে এই ছবি। এবার পরিচালক অ্যাটলি (Atlee) পোস্ট করে জানালেন বিশ্বের দরবারে এই ছবি পেরিয়ে গিয়েছে ৫৭৪ কোটি টাকার ব্যবসা। আন্য়দিকে প্রথম থেকে ভাল ব্য়বসা করলেও এই ছবির চাপে কিছুটা ব্য়াকফুটে সানি দেওলের 'গদর ২'। এখনও পর্যন্ত পাওয়া খবরে, দেশে 'গদর ২'-এর আয় ৫১৬ কোটির কিছু বেশি।


আরও পড়ুন...


G20 সম্মেলনের পরই দিল্লিতে 'ফুকরে ৩'-এর বিশেষ স্ক্রিনিং, উপস্থিত থাকবেন কলাকুশলীরা


উল্লেখ্য়, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির। আর এবার বক্সঅফিসের বাইজ গজে ঝড় তুলছে সানি দেওয়ল ও আমিশা পটেলের ছবি 'গদর ২'। 


অন্যদিকে 'জওয়ান' নিয়ে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব অনুযায়ী, ভারতে এই ছবি ৩০০ কোটি আয় করে ফেলেছে। চার দিন ব্যাপী দীর্ঘ উইকেন্ডের পর পঞ্চম দিন, সোমবার হওয়া সত্ত্বেও ৩০.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। হিন্দি সংস্করণ থেকেই এই ছবির পাঁচ দিনে মোট আয় ২৮২.৫৮ কোটি টাকা। তামিল ও তেলুগু সংস্করণ প্রথম পাঁচ দিনে মোট ৩৬.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। ইতিমধ্যেই এই ছবি দ্রুততম ৩০০ কোটি আয়ের নিরিখে শীর্ষে স্থান পেয়েছে। 


প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান , জুহি চাওলা ও সানি দেওয়ল অভিনীত ছবি 'ডর'। বক্সঅফিসে এই ছবি ব্লকবাস্টার হিট হয়। তবে তারপর থেকে  শাহরুখ ও সানি দেওয়লকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। বলিউউসূত্রের খবর, এই ডুয়োর মধ্য়ে দীর্ঘদিন ধরে ঠাণ্ডা লড়াই চলছিল।  তবে শেষপর্যন্ত শোনা গিয়েছে এই দ্বন্দ্বের অবসান হয়েছে।


'জওয়ান' ছবিতে শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, লেহর, আলিয়া কুরেশি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial