Welcome 3: 'ওয়েলকাম ৩' থেকে কেন বাদ নানা পটেকর? কারণ জানালেন নিজেই

Nana Patekar: ২০২৪-এর ২০ ডিসেম্বর বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'।

Continues below advertisement

কলকাতা: ওয়েলকাম ৩' (Welcome 3) নিয়েও চড়ছে উন্মাদনার পারদ। ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে এই ছবির প্রথম ঝলক। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে এই ছবি (Welcome To The Jungle)। 

Continues below advertisement

তবে এই ছবিতে দেখা মিলবে না অভিনেতা নানা পটেকরের। এর নেপথ্য় কারণ খোলসা করলেন অভিনেতা নিজেই। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি জানান, 'বয়স হয়ে যাওয়ার কারণেই হয়তো এই ছবির নির্মাতারা আর তাঁর সঙ্গে যোগাযোগ করেন নি।' যদিও 'ওয়েলকাম' ছবিতে তাঁর অভিনীত উদয় শেঠির চরিত্রটি দর্শকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছিল। উল্লেখ্য় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবিতে খুব শীঘ্রই দেখা মিলবে নানা পটেকরের।

আরও পড়ুন...

G20 সম্মেলনের পরই দিল্লিতে 'ফুকরে ৩'-এর বিশেষ স্ক্রিনিং, উপস্থিত থাকবেন কলাকুশলীরা

উল্লেখ্য়, প্রোমোতেই স্পষ্ঠ হয়ে উঠেছিল যে, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি (Comedy) ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'। ইতিমধ্য়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালার  (Firoz Nadiadwala) এই প্রজেক্টের মুক্তির দিনক্ষণ। 

প্রসঙ্গত, বলিউড সূত্রের খবর, এই ছবিতে অভিনয়ের জন্য় ১৮ কোটি টাকা দাবি করেছিলেন অনিল কপূর (Anil Kapoor)। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবিষয়ে তাঁর সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এমনকি খোদ অক্ষয় কুমারও (Akshay Kumar) অনুরোধেও কোনও কাজ হয়নি বলে জানা গিয়েছিল। নিজের দাবিতে অনড় থাকেন অনিল। ফলে তিনি ছবি থেকে সরে আসার পর  নানা পটেকরও এই ছবি থেকে নিজেকে সরিয়ে আনেন। ফলে তাঁদের জায়গায় এই ছবিতে দেখা যেতে চলেছে 'মুন্নাভাই' জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসিকে।

২০২৪-এর ২০ ডিসেম্বর বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola