কলকাতা: বক্সঅফিসে ৩০০ কোটি পার করল 'গদর ২' (Gadar 2)। আমিশা পটেল (Ameesha Patel), সানি দেওল (Sunny Deol) অভিনীত এই ছবি। ১১ অগাস্ট মুক্তির পর থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন এই ছবি।  আর, ৩০০ কোটি ব্যবসার অঙ্ক ছুঁয়ে 'খান' -দের ছবিকেও টপকে গেলেন সানি!


বিস্তারিত বিবরণ দিলেই বোঝা যাবে বিষয়টি। কিছুদিন আগেই বক্সঅফিসে তোলপাড় ফেলেছিল শাহরুখ খান (Shah Rukh Khan)-এর ছবি 'পাঠান' (Pathaan)। মুক্তির পরে বক্সঅফিস ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় শুক্রবার শাহরুখ অভিনীত ‘পাঠান’ (Pathaan) ব্যবসা করেছিল ১৩ কোটি টাকার। অন্যদিকে, আমির খানের (Amir Khan) ‘দঙ্গল’ (Dangal) ও সলমন খান অভিনীত (Salman Khan) ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan)-এর ঝুলিতে এসেছিল যথাক্রমে ১৮ কোটি ও ১২ কোটি ৭৫ লক্ষ টাকা। আর সেই হিসেবে দাঁড়িয়ে সানির ‘গদর ২’ ব্যবসা করেছে প্রায় ২০ কোটি টাকার। সুতরাং, আয়ের ভিত্তিতে শাহরুখ, আমির ও সলমনের ছবিকে টপকে গিয়েছেন সানি।


শুধু শাহরুখ, সলমন বা আমিরের ছবি না, 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)-এর ব্যবসাকেও টপকে গিয়েছে সানির ছবি।প্রসঙ্গত, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির। উল্লেখ্য়, ছবির শ্য়ুটিং চলাকলীন আমিশা পটেল (Ameesha Patel) অভিযোগ তোলেন ছবির সেটের চরম অব্যবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে (Director Producer Anil Sharma)। সেই প্রসঙ্গে মুখও খোলেন অনিল শর্মা। তাঁর দাবি ছিল এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন পরিচালক। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার প্রমুখদের অনিল শর্মার প্রোডাকশন হাউজ থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী। তবে ছবির সাফল্যের পরে, ফিকে হয়ে গিয়েছে সেসব অভিযোগ। আপাতত সাফল্যে ভাসছেন আমিশা। আজ, ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ ইনস্টাগ্রামে জানান, ৩০০ কোটির গন্ডি পার করে গিয়েছে 'গদর ২'।


 





আরও পড়ুন: Alia Bhatt: ছোট্ট রাহার জন্য শরীরচর্চায় অনিয়ম, কতটা বদলেছে আলিয়ার জীবন?