গলতি সে মিসটেক: দেখুন জাগ্গা জাসুসে স্কুলের ছাত্রদের সঙ্গে রণবীর কপূরের নাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2017 10:59 AM (IST)
মুম্বই: উল্লু কা পাঠার পর গলতি সে মিসটেক। রণবীর কপূরের ক্রেজি মুভস নাচিয়ে ছাড়বে আপনাকে। জাগ্গা জাসুস নিয়ে উত্তেজনার পারদ চড়াতে চেষ্টার কসুর রাখছেন না পরিচালক অনুরাগ বসু। গান শুরু হচ্ছে ক্যাটরিনা কাইফের বিহু নাচ দিয়ে। তারপরই ধরে নিচ্ছেন রণবীর। স্কুল ছাত্রের পোশাকে তাঁর নাচগান, হাবভাব সবই নেহাত মজাদার এবং দেশি। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ, লিখেছেন অনুরাগ নিজে। দেখুন গলতি সে মিসটেক