কলকাতা: পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ব্রেকআপের গল্প এখন আর গল্প নেই। রাজ নিজের মুখেই স্বীকার করেছেন এ কথা। জানিয়েছেন, আগামীর কথা ভেবে সামনে এগোতে চান তিনি।
কিন্তু কী করছেন শুভশ্রী? তাঁর আত্মহত্যার চেষ্টার খবর রটেছিল একবার। পরে শোনা যায় গুজব। এখন তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দিয়েছেন। দেখা যাচ্ছে তিনি যাগযজ্ঞে ব্যস্ত।