নয়াদিল্লি: ২৭ মার্চ, ৩৯ পূর্ণ করলেন দক্ষিণের তারকা অভিনেতা রাম চরণ (Ram Charan Birthday)। অভিনেতা নিজের জন্মদিনে অনুরাগীদের জন্য ব্যবস্থা করে রেখেছিলেন 'পারফেক্ট রিটার্ন গিফট'-এর। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাম চরণ ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'গেম চেঞ্জার' (Game Changer)। সেই ছবির প্রথম গান 'জারাগন্দি' (Jaragandi) মুক্তি পেল। এক কথায় এটি নাচের গান, নিখুঁতভাবে যাতে কণ্ঠ দিয়েছেন দালের মেহন্দি। এই গানের ঝলক পোস্ট করে সহ-অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা। 


রাম চরণের জন্মদিনে প্রকাশ্যে এল নতুন ছবির প্রথম গান


কিছু গান হয় যার উচ্ছ্বসিত 'মিউজিক বিট' শুনলেই ইচ্ছা করে নাচের তালে পা মেলাতে। 'গেম চেঞ্জার' ছবির 'জারাগন্দি' এককথায় তেমনই একটি গান। দালের মেহন্দির সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান। তার সঙ্গে ঝলমলে রঙিন পোশাকে রাম চরণ ও কিয়ারা আডবাণির 'ডান্স মুভস' দেখে চোখ সরাতে পারবেন না। গানের কোরিওগ্রাফি করেছেন প্রভু দেবা। এদিন একাধিক ভাষায় গানটি মুক্তি পেয়েছে তবে কেবলমাত্র লিরিক্যাল সংস্করণ। 


দক্ষিণের 'মেগা পাওয়ারস্টার' রাম চরণের জন্মদিন উপলক্ষ্যে তাঁর অভিনীত ব্লকবাস্টার ছবি 'মগধীরা' পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। এস এস রাজামৌলি পরিচালিত এই অ্যাকশন থ্রিলার আসলে মুক্তি পায় ২০০৯ সালে। রাতারাতি ইন্ডাস্ট্রিতে প্রথম সারির তারকা হয়ে ওঠেন তিনি এই ছবির হাত ধরে। এবার ১৫ বছর পর, 'মগধীরা' পুনরায় প্রেক্ষাগৃহে প্রদর্শনের সঙ্গে সঙ্গে 'গেম চেঞ্জার'-এর নতুন ও প্রথম গান 'জারাগান্দি'র স্ক্রিনিংও করে। বহু প্রতীক্ষিত এই ছবির কয়েক ঝলক দেখতে পান উত্তেজিত দর্শক।


এই গানের একটি ছবি পোস্ট করে রাম চরণকে শুভেচ্ছা জানান কিয়ারা আডবাণী। তিনি লেখেন, 'শুভ জন্মদিন আমার প্রিয়তম আরসি!! এই হল আমাদের মেগা মাস ব্লাস্ট... উদযাপন তাহলে শুরু হোক!'


 






অনুরাগীরা একদিকে যেমন এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায়, সেখানে এই ছবির মুক্তি একাধিকবার পিছিয়ে গিয়েছে। অবশেষে ২০২৪ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এস শঙ্কর পরিচালিত এই ছবির হাত ধরে ফের পর্দায় জুটি বাঁধবেন কিয়ারা ও রাম চরণ। তাঁদের একসঙ্গে ২০১৯ সালের 'বিনায় বিধেয় রাম' ছবিতে দেখা গিয়েছিল।


আরও পড়ুন: Pari Moni at Kolkata: কলকাতায় এলেন পরীমণি, সোহম-মধুমিতার সঙ্গে শ্যুটিং শুরু হল 'ফেলু বক্সী'-র


সূত্রের খবর, 'গেম চেঞ্জার' ছবিতে আইএএস অফিসারের চরিত্রে দেখা যাবে রাম চরণকে, যাঁর নাম হয়েছে রাম নন্দন। এছাড়াও তাঁর দ্বৈত চরিত্র রয়েছে বলে খবর সূত্রের।  রাম নন্দন ও তাঁর বাবা, দুই চরিত্রেই দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, ছবির মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে বারবার পরিচালকের অন্যান্য কাজের জন্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।