মুম্বই: বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার (Ganesh Acharya) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। সম্প্রতি মুম্বই পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। যদিও ঘটনাটি একেবারে নতুন নয়। বরং তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছিল ২০২০ সালে। তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় তদন্তকারী দলকে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ অফিসার সন্দীপ শিন্ডে।


ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৫৪-সি, ৩৫৪-ডি, ৫০৯, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তাঁর এক সহ-নৃত্যশিল্পীকে যৌন হেনস্থা করেছেন।


গণেশ আচারিয়ার বিরুদ্ধে অভিযোগ-


গণেশ আচারিয়ার লিগাল টিম ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ওই সহ-নৃত্যশিল্পীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে। কারণ, ওই সহ-নৃত্যশিল্পী পুলিশের কাছে গণেশ আচারিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিযোগকারিনীর বক্তব্য, গণেশ আচারিয়ার যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে অনুসরণ করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে। 


আরও পড়ুন - Priyanka Chopra Updates: নাতনিকে নিয়ে নতুন খবর দিলেন প্রিয়ঙ্কা চোপড়ার মা


২০১৯ সালে অভিযোগকারিনী জানিয়েছিলেন, গণেশ আচারিয়া তাঁকে বলেছিলেন কেরিয়ারে সফল হতে গেলে তাঁর যৌন প্রস্তাবে রাজি হতেই হবে। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন বরখাস্ত করে। তিনি আরও বলেন, 'গণেশ আচারিয়ার মহিলা সহকারী আমাকে মারধর করে, গালিগালাজ করে এবং হুমকি দেয়। আমি যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে যাই, তখন পুলিশও আমার অভিযোগ নিতে অস্বীকার করে। তারপর আমি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করি বিষয়টা নতুন করে দেখার জন্য।'


এই ঘটনা প্রথমবার নয় যে কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। প্রসঙ্গত, তাঁর আইনজীবী রবি সূর্যবংশীর দাবি করেছেন যে, তাঁর মক্কেল কিংবা মুম্বই পুলিশ এই চার্জশিট সম্পর্কে কেউই অবগত নন।