কলকাতা: মুক্তি পাওয়ার মাত্র চারদিনের মাথাতেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল ছবি মুক্তির আগে থেকেই। আর শিবরাত্রির (Mahashivratri 2022) দিনই তা অনলাইনে ফাঁস হয়ে গেল। আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তির পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছিল। প্রত্যাশা অনুযায়ীই বক্স অফিস কালেকশন হচ্ছিল। কিন্তু মাত্র চারদিনের মাথাতেই অনলাইনে বিনামূল্যে এই ছবি দেখতে পাচ্ছেন নেট নাগরিকরা।
আরও পড়ুন - Bhagyashree: আবার বিয়ে করলেন ভাগ্যশ্রী!
শিবরাত্রির দিন যখন সারাদেশ উৎসবে মেতে, ঠিক তখনই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল বলিউডের এই মুহূর্তের সবথেকে বড় আকর্ষন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। শিবরাত্রির দিন রাতে আলিয়া ভট্ট, অজয় দেবগন অভিনীত ছবি নেট মাধ্যমে আপলোড করা হয়। আর আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ভিউ বাড়তে থাকে হু-হু করে। স্বাভাবিকভাবেই যে সময়ে বক্স অফিস কালেকশনের দিকে সকলের নজর রয়েছে, সেই সময় অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে তাতে যে খানিকটা প্রভাব পড়বে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় আপলোড হওয়া 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র সম্পূর্ণ ছবির ভিডিওর ভিউ নজর কাড়ছে।
প্রসঙ্গত, প্রথম তিনদিনের বক্স অফিস কালেকশন দেখার পর ট্রেড অ্যানালিস্টরা আশা করছিলেন মহাশিবরাত্রিতে দেশ জুড়ে ভালো ব্যবসা করতে পারে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। তেমনটাই হল। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। ছবিতে আলিয়া ভট্টের ট্রেডমার্ক হাত জোড় করা ছবি পোস্ট করে তরণ আদর্শ লেখেন, 'পঞ্চমদিনেও একইরকম শক্তিশালী জায়গা ধরে রাখল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এর জন্য় ধন্যবাদ পাওয়া দরকার ছুটির দিন মহাশিবরাত্রিকে। আরও ভালো করে বললে প্রথমদিনের প্রায় সমান বক্স অফিস কালেকশন হয়েছে। প্রথমদিন এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১০.৫০ কোটি টাকার। দ্বিতীয়দিন ছিল ছিল ১৩.৩২ কোটি টাকার। তৃতীয়দিন বা রবিবার ছিল ১৫.৩০ কোটি টাকার। চতুর্থদিন ছিল ৮. ১৯ কোটি টাকার। পঞ্চমদিন বা মহাশিবরাত্রির দিন ছিল ১০.০১ কোটি টাকার।