নয়াদিল্লি: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেল আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত ও সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। ষাটের দশকের মুম্বইয়ে গঙ্গুবাঈয়ের ঊত্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি।
নেটফ্লিক্সে গঙ্গুবাঈ
বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও হাজির হয়েছে গঙ্গুবাঈ। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
সম্প্রতি ছবির নির্মাতারা সোশ্য়াল মিডিয়ায় একাধিক 'বিহাইন্ড-দ্য-সিন' ভিডিও শেয়ার করেন। ওটিটি মুক্তি উদযাপনের জন্য বিভিন্ন গানের শ্যুটিংয়ের দৃশ্য সামনে আনা হয়।
সোশ্যাল মিডিয়ায় আলিয়ার পোস্ট
ওটিটিতে দেখা যাচ্ছে তাঁর ছবি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সেই খবর দিলেন স্বয়ং আলিয়া। গঙ্গুবাঈকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়। তাই অভিনেত্রীর পোস্টেও চাঁদের ইমোজি দেখা গেল।
'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির প্রেক্ষাপট-
প্রসঙ্গত, ছবির গল্প শুরু হয় স্বাধীনতার কিছু বছর পর। মুম্বই তখন বম্বে। সিনেমার চুম্বকে এখনকার মতই তখনও কত স্বপ্ন শুধুই বম্বেগামী। কাথিয়াওয়াড়ের ব্যারিস্টারের মেয়ে গঙ্গা হরজীবনদাসও স্বপ্ন দেখে সে নায়িকা হবে। অভিনয় করবে দেবানন্দের সঙ্গে। গঙ্গার এই স্বপ্নকে ইন্ধন দেয় তাঁর প্রেমিক রমনিক লাল। সে গঙ্গাকে বোঝায়, স্বপ্ন সত্যি করতে হলে বম্বে যেতে হবে। বাড়িতে কাউকে না জানিয়েই যেতে হবে। কারণ, বাড়ির কেউ এই পরিকল্পনার কথা জানলে স্বপ্ন পূরণের আর কোনও সম্ভবনাই থাকবে না। রমনিকের হাত ধরে গয়না, টাকা-পয়সা নিয়ে বাড়ি ছাড়ে গঙ্গা। ট্রেনে চেপে এসে পৌঁছোয় মায়ানগরীতে। তারপর গন্তব্য রমনিকের মাসির বাড়ি। কিন্তু মাসির বাড়িতে ঢুকতে গিয়েই মনটা কেমন করে ওঠে গঙ্গার। বাড়ির এ কেমন চেহারা? এরা কেমন নারী? রমনিক গঙ্গাকে বসিয়ে রেখে কোথায় গেল? গঙ্গা রমনিকের মাসির মুখোমুখি হয়। এক ছুটে যেতে চায় রমনিকের কাছে। কিন্তু কোথায় রমনিক? নিয়তি নিষ্ঠুর হাসি হাসে। রমনিক গঙ্গাকে হাজার টাকায় বিক্রি করে দিয়েছে নিষিদ্ধপল্লি কামাথিপুরায়। এরপর? নিয়তির নিয়মেই কাহিনি এগোয়। গঙ্গার মৃত্যু হয়, জন্ম নেয় গাঙ্গুবাঈ।