কলকাতা: এক সুতোয় যেন তিনটি গল্প বাঁধা। কথায় বলে, বিয়ে হচ্ছে ভাগ্যের খেলা (Marriage is destined)। ঈশ্বর জুটি ঠিক করে দেন, পৃথিবীর বুকে শুধু কাজটা সম্পন্ন হয়। যখন দুটি অচেনা মানুষ তাঁদের পরিবার এবং সংস্কৃতি নির্বিশেষে একে অপরের হাত ধরার সিদ্ধান্ত নেয় কারণ সর্বশক্তিমান ঈশ্বর তেমনটাই ঠিক করেছেন। এই ধরনের সম্পর্ক ঈশ্বর তৈরি করে পাঠান এবং তাই বোধ হয় বলে যে 'বিবাহ ওপরে তৈরি হয়'। এই কথাই মাথায় জনপ্রিয় চ্য়ানেল স্টার জলসা নিয়ে আসছে তাদের নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। দুটি ভিন্ন পরিবারের একটি সুন্দর অনন্য যাত্রা। এই দুই পরিবারের মানুষ একটি বিয়ের কারণেই একে অপরের সঙ্গে মিলিত হবেন, যা বিধাতাই নির্ধারণ করেছেন।


'গাঁটছড়া' (Gantchhora) শব্দের অর্থ বন্ধন। এমন এক বন্ধন যা সম্পূর্ণভাবে আমাদের অদৃষ্টের উপর নির্ভর করে, এমন এক বন্ধন যা ভালবাসা ও প্রতিশ্রুতি দিয়ে গড়ে ওঠে। যদিও, সবসময় আমরা যা চাই তা হয়ে ওঠে না। নিয়তির আমাদের সকলের জন্যই কিছু না কিছু ঠিক করে রাখে।


আরও পড়ুন: ABP Live Exclusive: 'হামি ২' ছবিতে ৪৭ জন নতুন শিশু কাজ করছে: শিবপ্রসাদ মুখোপাধ্যায়


এর আগে কখনও দেখা যায়নি এমন সুন্দর গল্প দেখে দর্শক অভিভূত হবেন। ভট্টাচার্য পরিবারের তিন বোনের গল্প যাঁরা সিংহ রায় পরিবারের তিন ভাইয়ের জীবনের সঙ্গে জড়িয়ে পড়বেন এক বিশেষ ঘটনার মাধ্যমে কারণ নিয়তি তাঁদের সকলের জন্য একদম অন্য কিছু একটা পরিকল্পনা করে রেখেছে। 


ভট্টাচার্য পরিবারের এই তিন বোন হলেন দ্যুতি, খড়ি ও বনি। তাঁরা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। নিজেদের বোন হওয়া সত্ত্বেও তাঁরা প্রত্যেকে একে অপরের থেকে বেশ খানিকটা আলাদা এবং তাঁদের প্রত্যেকের নিজেদের আলাদা স্বপ্ন আছে। অন্যদিকে, সিংহ রায় পরিবারের হিরের ব্যবসা। প্রভাব প্রতিপত্তি তাঁদের প্রচুর। সেই বাড়ির তিন ভাই হলেন ঋদ্ধিমান, রাহুল ও কুণাল। এই তিন ভাইয়েরও স্বভাব, চরিত্র ও পছন্দ আলাদা। 


ভট্টাচার্য পরিবারের বোনেরা এবং সিংহ রায় পরিবারের ভাইরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পর তাঁদের জীবনকে প্রভাবিত করে যে নাটকীয় পরিবর্তনগুলি হবে সেই নিয়েই এগিয়ে চলবে এই ধারাবাহিক।


এই ধারাবাহিকে, দ্যুতির চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে (Shreema Bhattacherjee), খড়ির চরিত্রে শোলাঙ্কি রায় (Solanki Roy) ও বনির চরিত্রে থাকবেন নবাগতা অনুষ্কা (Anushka)। অন্যদিকে ফের ছোটপর্দায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্য়ায়কে (Gourab Chatterjee) ঋদ্ধিমানের চরিত্রে, রাহুলের চরিত্রে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে (Anindya Chatterjee) দেখা যাবে ও কুণালের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ (Riyaz)। এই প্রেমের ধারাবাহিকে প্রথমবার জুটিতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়কে। যদিও তাঁদের চরিত্রের মধ্যে আকাশ-পাতাল তফাত থাকবে। কিন্তু কথায় বলে, বিপরীত একে অপরকে আকর্ষণ করে। এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করেন শোলাঙ্কি, অন্যদিকে 'বধূবরণ' ধারাবাহিকে দেখা যায় গৌরবকে।


চ্যানেলের তরফে আশা এই নতুন ধরনের প্রেম কাহিনি দেখতে বেশ পছন্দ করবেন দর্শক। তার ওপর পর্দায় টাটকা জুটিও দেখবেন তাঁরা। আগামী ২০ ডিসেম্বর, ২০২১ থেকে দেখা যাবে 'গাঁটছড়', সোমবার থেকে রবিবার সন্ধ্যা ৭টায়, স্টার জলসায়।