কলকাতা: নতুন ছবিতে গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury) ও রজতাভ দত্ত (Rajatava Dutta)। আসছে নতুন ছবি বলরাম কাণ্ড (Balaram Kando)। আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় দেখা যাবে গার্গী ও রজতাভকে। এছাড়াও এই ছবিতে থাকছে ঐশ্বর্য্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। এটিই প্রথম বাংলা ছবি যার বেশিরভাগ অংশ উত্তরাখণ্ডে শ্যুটিং হবে, মূলত নৈনিতালে। ছবিটির পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু ও ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী।
সিনেমাটি Golden Crescent films, Sai Vignesh films ও Platinum Pictures-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। এই ছবিতে গার্গীর চরিত্রের নাম তরঙ্গিনী মুখোপাধ্যায়। তাঁর স্বামীর নাম কিশোর সান্যাল। এই চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। তরঙ্গিনী ও কিশোর ১২ বছর ধরে আলাদা থাকছেন। তাদের মেয়ের ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য্যকে। তাঁর চরিত্রের নাম অবন্তিকা। একটা সময়ে কিশোর আর তরঙ্গিনী জানতে পারে, তাঁদের একমাত্র মেয়ে বিপদে। একমাত্র তাঁরা দুজনে একসঙ্গে মিলেই পারে মেয়েকে উদ্ধার করতে। তরঙ্গিনী আর কিশোর কি একসঙ্গে আসবে মেয়ের জন্য? সেই গল্পই বলবে 'বলরাম কাণ্ড'
এর আগে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'হামি' সিরিজে এমনই কমেডির মোড়কে ছবিতে দেখা গিয়েছিল গার্গী রায়চৌধুরীকে। একেবারে পারিবারিক গল্পের মধ্যে দিয়েও সামাজিক বার্তা দিতে চেয়েছিল 'হামি'। অন্যদিকে এর আগে, একেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল গার্গীকে, 'শেষ পাতা' সিনেমায়। এই ছবিতে গার্গীর অভিনয় খুব প্রশংসিত হয়েছিল। কোথাও কোনও চড়া সংলাপ নেই, চড়া দাগের অভিনয় নেই.. সাবলীল গল্পে অনায়াসেই যেন মন ছুঁয়েছিলেন গার্গী। তবে এবার তাঁর সামনে নতুন সিনেমা, নতুন চ্যালেঞ্জ। গার্গী ও রজতাভকে পর্দায় একসঙ্গে কেমন লাগছে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।