কলকাতা: তাঁদের জুটি বেশ জনপ্রিয় অনুরাগীদের মধ্যে। সদ্য ২জনের পরিবারে এসেছে আরও এক সদস্য। পুত্রসন্তান। আর মা হওয়ার পরে, স্বামীর সঙ্গেই পর্দায় ফিরলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। গৌরব চক্রবর্তীর (Gaurav Chakrabarty) সঙ্গে একটি কুকিং শো সঞ্চালনা করতে দেখা যাবে ঋদ্ধিমাকে। এই শো-এর নাম 'রন্ধনে-বন্ধন'। এটি কেবল রান্নার শো নয়, নির্মাতাদের দাবি, প্রত্যেকটি এপিসোডেই এক একটি পরিবারের একাধিক সদস্যেরা আসবেন। রান্নার পাশাপাশি, পরিবারের মধ্যের সমীকরণ, সম্পর্কের গল্প উঠে আসবে এই কুকিং শো-তে। জি বাংলার পর্দায় দেখা যাবে এই শো।
প্রত্যেক সপ্তাহের গল্প হবে আট জুটিকে নিয়ে। কখনও মা-ছেলে, কখনও স্বামী-স্ত্রী, কখনও আবার অন্য় কোনও সম্পর্কের গল্প তুলে ধরা হবে এই মঞ্চে। সঞ্চালনায় দায়িত্বে গৌরব আর ঋদ্ধিমা। সঙ্গে অবশ্যই থাকবে রকমারি স্বাদের রান্না। তবে নিছক গল্প আর রান্না নয়, প্রত্যেক জুটির সঙ্গে প্রত্যেক জুটিরই প্রতিযোগীতা থাকবে। আট জুটির মধ্যে যাঁরা জিতবেন, সেই ৪ জুটির মধ্যে আবার হবে প্রতিযোগীতা। রান্নার সঙ্গে, সম্পর্কের গল্প এই মঞ্চে থাকবে বলেন, শো-এর এইরকম নামের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। বিচারক হিসেবে থাকবেন একজন করে টলি তারকা আর একজন করে সেফ।
এর আগে, দীর্ঘ অনেক বছর ধরে চলা 'রান্নঘর' ছিল জি-বাংলার অন্যতম হিট শো। তবে সেখানে কেবল থাকত রান্নার রেসিপি। গল্প করতে করতে সেখানে তৈরি হত রকম রান্না। তবে এই শো মনে করে, রান্না একটা শিল্প। আর তাই, এই প্ল্যাটফর্ম শুধু শিল্পীকে তুলে ধরে না। তুলে ধরে শিল্পীর ভিতরে থাকা বিভিন্ন সত্ত্বাকে। এই শো সঞ্চালনার গুরুদায়িত্ব রয়েছে গৌরব ও ঋদ্ধিমার। যেহেতু এই গৌরব ও ঋদ্ধিমা চিরকালই তাঁদের পরিবার নিয়ে ভীষণ আবেগপ্রবণ, সেই কারণই নির্মাতাদের আশা তাঁরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন সম্পর্কের সমীকরণগুলিকে। আগামীকাল থেকে সোম থেকে শনি বিকেল সাড়ে চারটে থেকে টেলিকাস্ট হবে এই শো-এর নতুন এপিসোডগুলি।
আরও পড়ুন: Soumitrisha Kundoo: অভিনেত্রীদের ঝলমলে জীবনের একটা উল্টোদিকও রয়েছে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।