কলকাতা: তাঁদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভীষণ ভাল। পারিবারিক উৎসব অনুষ্ঠানে হামেশাই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। আর ছোট ভাইয়ের জন্মদিনে, একসঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty)। আজ তাঁর ভাই অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty) জন্মদিন। ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন গৌরব। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে করে গৌরব লিখেছেন, 'শুভ জন্মদিন অর্জুন। আরও একটা বছর বয়স বেড়ে গেল তোমার। তবুও তোমার আমাকে এই বলার স্বভাব গেল না, 'এক্সকিউজ় মি.. এরপর কী..' এই কথাটা তুমি এখনও আমায় বলতে থাকো। আশা করি তোমার দিনটা কাটুক ভালবাসায়, হাসিতে, আর অনেক অনেক কেকে...'। সোশ্যাল মিডিয়ায় গৌরবের এই শুভেচ্ছাবার্তার প্রত্যুত্তরে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অনেকে আবার অর্জুনকে তাঁর অভিনীত চরিত্র 'গোরা' বলেও শুভেচ্ছা জানিয়েছেন।
তবে অর্জুনের জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি স্ত্রী সৃজার তরফ থেকে। এর আগে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার অর্জুন ও সৃজার সম্পর্ক নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বারে বারে অর্জুনের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। সেই সমস্ত কীভাবে সামলান অর্জুন? এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, 'আমি আজেবাজে জিনিসে কান দিই না একেবারেই। আমার মনে হয়, বাজে কথাকে জীবনে গুরুত্ব দেওয়ার দরকারই নেই। আমি আমার কাজ নিয়ে, পরিবার নিয়ে, জীবন নিয়ে খুব ব্যস্ত। কাজের জায়গাটা অনেকের জন্য তাঁদের জীবন, তবে আমার কাছে একেবারেই তা নয়। অভিনয় করতে আমার ভাল লাগে। আমার সৌভাগ্য যে অভিনয় করে রোজগার করতে পারি। এর থেকে বেশি আর কিছুই নয়। অনেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতেই পারেন। তার মানে সেটাই সত্যি হয়ে যাচ্ছে না। বাজে কথা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমি পরিবারের সঙ্গে সুখী থাকতেই ব্যস্ত।'
ছোটপর্দায় ফেরার পরিকল্পনা রয়েছে অভিনেতার? অর্জুন বলছেন, 'অবশ্যই। আমার যে কোনও মাধ্যমেই অভিনয় করতে ভাল লাগে। আগেও যে মাধ্যমেই সুযোগ পেয়েছি অভিনয় করেছি। ভবিষ্যৎ-এও করব। আমি সব মাধ্যমের জন্যই রয়েছি।' 'সত্যি বলে সত্যি কিছু নেই' -তে নিজের চরিত্র ছাড়া অন্য কোনও চরিত্র পেলে অর্জুনের ভাল হত? অভিনেতা বলছেন, 'আমার তেমন মনে হয় না। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় দুর্দান্ত অভিনয় করেছেন। আমি তো সবাইকে অবাক হয়ে দেখতাম কী করে সবাই এত ভাল অভিনয় করেন। আমার মনে হয়, আমার যা বয়স, আমায় যা দেখতে, আমার যেমন কথাবার্তা, সেই হিসেবে খুব স্মার্ট একটা কাস্টিং হয়েছে।'
আরও পড়ুন: Subhasree-Ankush: এবার ছোটপর্দায় জুটিতে অঙ্কুশ-শুভশ্রী! নতুন চমক কৌশানীর