মুম্বই: শাহরুখ খান ও গৌরীর কনিষ্ঠ সন্তান আবরাম তাঁদের দুজনেরই চোখের মণি। বাবার কোলে আবরপামকে বহুবার দেখা গিয়েছে, বরং ততটা দেখা যায়নি মায়ের সঙ্গে।

এবার গৌরী টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, তাতে পিছন থেকে হলেও আবরামকে তো স্পষ্ট চেনা যাচ্ছে কিন্তু গৌরীকে বোঝাই যাচ্ছে না।

টয়লেট পেপারে আপাতমস্তক মুড়ে মিশরের মমি সেজেছেন তিনি।



ছোট ছেলের আবদার বলে কথা!