মুম্বই: ১৯৪০ সালের পঞ্জাবের অমৃতসরে জন্ম হয়েছিল তাঁর। বাবা ছিলেন সঙ্গীতশিল্পী প্রফেসর নাথা সিংহজী। বাবার কাছেই প্রথম সুরের হাতেখড়ি হয়েছিল তাঁর। বয়সের সঙ্গে সঙ্গে আগ্রহ জন্মেছিল যন্ত্রসঙ্গীতেও। শিখেছিলেন বিভিন্ন ধরণের গিটার বাজানো। বাজাতে পারতেন ভায়োলিনও। বলিউডের যন্ত্রসঙ্গীতে কার্যত নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। আজ তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সঙ্গীত জগৎ হারাল এক তারাকে। ৮২ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ। 


পঞ্জাবের পরিবারে জন্ম হয় ভূপিন্দর সিংহের। প্রথমে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও (All India Radio) থেকে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। দূরদর্শনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সঙ্গীতের সঙ্গে সঙ্গে গিটার আর ভায়োলিনও শিখেছিলেন ভূপিন্দর সিংহ। দুইই বাজাতে পারতেন সমান দক্ষতায়।


চেতন আনন্দের (Chetan Anand) 'হকিকত' (Haqeeqat) ছবিতে মান্না দে (Manna Dey), মহম্মদ রফি (Mohammad Rafi), তালাত মহম্মদ (Talat Mahommad)-এর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। 


ভূপিন্দর সিংহের প্রথম নিজের তৈরি গানের অ্যালবাম প্রকাশিত হয় ১৯৬৮ সালে। গজল গানের সঙ্গে স্প্যানিশ গিটার, বেস ও ড্রামকে প্রথম ব্যবহার করেছিলেন ভূপিন্দরই।


আরও পড়ুন:Top Entertainment News Today: প্রয়াত ভূপিন্দর সিংহ, প্রকাশ্যে 'অন্তর্জাল'-এর ট্রেলার, বিনোদনের সারাদিন


সত্তর থেকে আশির দশকে ভূপিন্দর সিংহ বেশ কিছু সিনেমায় গান গেয়েছিলেন। জুয়েল থিফ, মাসুম, পরিচয়, ঘরোন্দা, কিনারা ছবিতে গান গেয়েছেন ভূপিন্দর। ১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম হয় ভূপিন্দর সিংহের। গজলের সঙ্গে সঙ্গে বলিউড ছবিতেও গান গেয়েছেন ভূপিন্দর। তাঁর স্ত্রী ছিলেন ভারতীয় বাংলাদেশি গায়িকা মিতালি সিংহ (Mitali Singh)। স্ত্রীয়ের সঙ্গে মঞ্চে ও প্লেব্যাকে গজল গাইতেন ভূপিন্দর। মিতালি ও ভূপিন্দরের এক ছেলেও রয়েছে। তাঁর নাম নিহাল সিংহ (Nihal Singh)। তিনিও একজন সঙ্গীতশিল্পী।


ষাটের দশকের শেষের দিকে আর ডি বর্মণ (RD Barman)-এর দলে প্রধান গিটারবাদক হিসেবে যোগ দিয়েছিলেন ভূপিন্দর সিংহ। এরপর ২৫ বছর আর ডি বর্মণের দলে থেকে তাঁর সঙ্গেই কাজ করেছিলেন তিনি। 'দম মারো দম' (‘Dum Maro Dum’), চুরা লিয়া হ্যায় তুমনে (‘Chura liya hai tumne’), চাঁদ মেরা দিল (‘Chand mera dil’), ইয়ারোঁ কি বারাত নিকলি হ্যায় (‘Yaadon ki baraat nikli hai’), মেহবুবা মেহবুবা (‘Mehbooba, mehbooba’), আনে ওয়ালা পল (‘Aane waala pal’) ইত্যাদি কিংবদন্তি গানের পিছনে ছিল ভূপিন্দর সিংহের গিটারের যাদুই। বলিউডকে প্রথম ১২ স্ট্রিংয়ের গিটারের (12-string guitar ) সঙ্গে পরিচয় করিয়েছিলেন ভূপিন্দর সিংহই। হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, ইলেকট্রিক গিটার সহ বিভিন্ন ধরনের গিটার নিজে বাজাতে জানতেন ভূপিন্দর সিংহ।