কলকাতা: তুনিশা শর্মার মৃত্যু তদন্তে একাধিক অভিযোগ ও দাবি আনল অভিযুক্ত শিজান খানের পরিবার। মুক্তির তারিখ ঘোষণা 'আরো এক পৃথিবী'র। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
আসছে 'আরো এক পৃথিবী'
অতনু ঘোষ পরিচালিত ছবি 'আরো এক পৃথিবী'র ট্রেলার প্রকাশ্যে এসেছিল আগেই। কথা ছিল ২০২২ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে সেই সিদ্ধান্ত বদলে যায়। ঘোষণা করা হল ছবির নতুন মুক্তির তারিখ। সেই সঙ্গে প্রকাশ্যে এল আরও এক টিজার। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। মুখ্য ভূমিকায় বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন, অনিন্দিতা বসু, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সাহেব ভট্টাচার্য রয়েছেন।
শিজানের পরিবার কী বললেন সাংবাদিকদের?
অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে (Tunisha Sharma Death Case) একের পর এক নয়া মোড়। এই আবহে সোমবার অভিযুক্ত শিজান খানের (Sheezan Khan) পরিবার একটি সাংবাদিক সম্মেলনের (Press Conference) আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা শিজান খানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র, অভিনেতার বোনেরা ফালাক নাজ ও শাফাক নাজ এবং তাঁদের মা। তাঁরা তুনিশার মা, বনিতা শর্মা দ্বারা শিজানের 'গোপন প্রেমিকা' (Secret Girlfriend) থাকার বিষয়ে এবং তুনিশাকে হিজাব (HIjab) পরতে 'বাধ্য' করা হয়েছিল এমন দাবিগুলি অস্বীকার করেন।
শিজানের মাকে পাঠানো তুনিশার ভয়েস মেসেজ
টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর তদন্ত (Tunisha Sharma Death Case) যত এগোচ্ছে ততই একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার করে জেল হেফাজতে রাখা হয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ও সহ-অভিনেতা শিজান খানকে (Sheezan Khan)। সোমবার অভিযুক্তের আইনজীবী ও পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অভিনেতার মা কহেকশন ফৈজি (Kehekshan Faisi) জানান যে তাঁকে একটি আবেগঘন ভয়েসমেল পাঠিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি আমার কাছে খুব মূল্যবান, আম্মা, অনেকটা মূল্যবান... আপনি জানেনও না, সেই কারণে আপনার সঙ্গে সব কথা শেয়ার করতে ইচ্ছা করে। সেই কারণে আমার মনে যাই চলবে, আমি আপনাকে জানাব... কিন্তু জানি না, জানি না, কী যে হচ্ছে আমার নিজেরই জানা নেই।'
কিয়ারার 'প্রিয় মলহোত্র'
রবিবার তারকা ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র গোয়া থেকে তাঁদের নববর্ষ উদযাপনের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায় মণীশের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী ও কর্ণ জোহর। রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ছবি পোস্ট করেন মণীশ। সেখানে কিয়ারা ও সিদ্ধার্থের সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে মণীশকে। তবে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে সেই ছবি কিয়ারার রিপোস্ট করার পর। মণীশের ছবি নিজের প্রোফাইলে স্টোরি দিয়ে অভিনেত্রী লেখেন, 'প্রিয় মলহোত্ররা'। সঙ্গে লাল হার্ট ইমোজি।
সম্পর্কে তৃপ্তি দিমরি ও কর্ণেশ শর্মা?
বলিউডে নতুন সম্পর্কের গুঞ্জন (dating rumours)। অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri) নাকি পড়েছেন এক প্রযোজকের প্রেমে। কে তিনি? প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মজ'-এর (Clean Slate Filmz) সহ প্রতিষ্ঠাতা ও অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) ভাই কর্ণেশ শর্মার (Karnesh Ssharma) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কর্ণেশের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেন তৃপ্তি। একে অপরকে জড়িয়ে ধরা সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় রিশেয়ারও করেন কর্ণেশ। সহ প্রযোজক সৌরভ মলহোত্র, যিনি 'ক্লিন স্লেট ফিল্মজ'-এও কর্মরত, তিনিই সর্বপ্রথম ছবিটি পোস্ট করেন।
আরও পড়ুন: OTT Series of 2023: 'মির্জাপুর ৩' থেকে 'দ্য ফ্যামিলি ম্যান ৩', ২০২৩-এ নজরে কোন কোন ওটিটি সিরিজ?
নিজেদের কলেজে ফিরলেন সস্ত্রীক চেতন
চেতন ভগতের (Chetan Bhagat) '২ স্টেটস' (2 States) যাঁরা পড়েছেন তাঁরা অবশ্যই জানেন সেই উপন্যাস রচনার নেপথ্য কাহিনি। লেখকের নিজের জীবনের প্রেমকাহিনি থেকে উদ্বুদ্ধ হয়েই তিনি এই বইটি লেখেন। এরপর সেই থেকে তৈরি হয় হিন্দি ছবি '২ স্টেটস', যেখানে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অর্জুন কপূর (Arjun Kapoor)। ২৫ বছর পর স্ত্রীকে নিয়ে নিজেদের সেই চেনা স্থানে ফিরলেন চেতন ভগত। ছবি পোস্ট করলেন 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আহমেদাবাদ' (IIM-A) থেকে। সেখানে গিয়ে একসঙ্গে তুললেন ছবি, পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা যারপরনাই খুশি।