কলকাতা: ঘোষণা করা হল 'ব্রহ্মাস্ত্র' ফ্র্য়াঞ্চাইজির আগামী দুই ছবির মুক্তির তারিখ। জাপানে নয়া রেকর্ড গড়ল এস এস রাজামৌলির 'আর আর আর'। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
'ওয়ার ২'র পরিচালনায় এবার অয়ন মুখোপাধ্যায়?
ব্রহ্মাস্ত্র দেখে যাঁরা মুগ্ধ, তাঁদের জন্য সুখবর। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার আরও একটি চমক আসতে চলেছে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে (Ayan Mukerji ) হৃতিক রোশন (Hrithik Roshan) অভিনীত 'ওয়ার' ছবির পার্ট টু পরিচালনা করার দায়িত্ব দিল যশরাজ ফিল্মস (Yash Raj Films)। প্রযোজনা সংস্থার কর্ণধার এ ব্যাপারে যোগাযোগ করেছেন অয়নের সঙ্গে। এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও।
প্রকাশ্যে ‘এক্সট্র্যাকশন টু’-এর নতুন টিজার
প্রায় ৩ বছরের অপেক্ষার অবসান। নতুন টিজার নিয়ে হাজির ‘এক্সট্র্যাকশন টু’। নেটফ্লিক্সের আলোচিত–সমালোচিত ছবি ‘এক্সট্র্যাকশন’। সেই ছবিরটিরই সিক্যুয়েলের টিজার এবার প্রকাশিত হল। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অ্যাভেঞ্জার্স (Avengers) খ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ (Chrish Helmsworth)।রুশো ব্রাদার্সের (Russo Brothers) গল্প অবলম্বনেই তৈরি হয়েছে এক্সট্র্যাকশন ২ (Extraction 2)। ছবির পরিচালক স্যাম হারগ্রেভ(Sam Hargrave)। টিজারে দেখা যাচ্ছে এক মেয়েকে মুক্ত করতে জেলে গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে মারামারি করছেন ক্রিস হেমসওয়ার্থ। দেখানো হয়েছে কীভাবে জলে ডুবে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন টাইলার রেক।
আসছে 'ব্রহ্মাস্ত্র'র বাকি দুটি পর্ব
বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে 'ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা' (Brahmastra Part 1: Shiva)। প্রথমেই শোনা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত 'অস্ত্রভার্স'-এর আরও দুটি পর্ব আসবে। সেই বিষয়েই ঘোষণা করলেন পরিচালক। অয়ন মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টে বাড়ল উত্তেজনা। কবে আসছে কোন ছবি জানালেন বিস্তারিত। মঙ্গলবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। জানান আসছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব' ও 'ব্রহ্মাস্ত্র পার্ট ৩'। ঘোষণা করা হল ছবি দুটির মুক্তির তারিখও। ২০২৬ ও ২০২৭ সালে যথাক্রমে মুক্তি পাবে ছবি দুটি।
জাপানে 'আর আর আর' ছবির নয়া রেকর্ড
এস এস রাজামৌলির (SS Rajamouli) 'আর আর আর' (RRR) একের পর এক রেকর্ড ভাঙছে আর নয়া রেকর্ড গড়ছে। শুধু ভারতেই নয়, বিদেশেও চলছে 'আর আর আর' রাজত্ব। গত বছর অক্টোবর মাস থেকে টানা জাপানের (Japan) প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে এই ছবি। এবার সেখানেও নতুন রেকর্ড। সূত্রের খবর, জাপানে এই ছবি ১ মিলিয়নের বেশ মানুষ প্রেক্ষাগৃহে এসে দেখে ফেলেছেন (1 Million+ Footfall)। কোনও ভারতীয় ছবি হিসেবে 'আর আর আর'ই প্রথম এই স্বীকৃতি পেল।
আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'
এবার একই পর্দায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) ও প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে (Priyanka Bhattacharjee)। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা' (Shob Charitrora)। এই শর্টফিল্মের (Short Film) পরিচালক দীপ। এবার মুখোমুখি ঋতব্রত মুখোপাধ্যায় ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'। পরিচালনার দায়িত্বে দীপ। অভিনয়ে ঋতব্রত ও প্রিয়ঙ্কা ছাড়াও দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুরকে।
হিংসার ঘটনায় সরব বিদ্বজ্জনেরা
হাওড়া এবং রিষড়ায় হিংসার ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন বিদ্বজ্জনরাও। খোলা বিবৃতি দিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, সুজন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। চিঠিতে লেখা হয়, 'রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।' এই বিবৃতিতে সই রয়েছে অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের।
ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল
সকাল সকাল দুঃসংবাদ। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বিনা নোটিসে আচমকাই তাঁর ইউটিউব চ্যানেল (YouTube Channel) সরিয়ে নেওয়া হয়েছে ইমনের, এমনটাই অভিযোগ করেন শিল্পী। কিন্তু সব ভাল যার শেষ ভাল। দিনের শেষে ফিরে পেলেন নিজের যত্নে গড়া চ্যানেল।
স্পাইডারম্যান এবার বাংলায়
এবার বাংলায় দেখা যাবে স্পাইডারম্যান (Spiderman)। হ্যাঁ, ঠিকই পড়ছেন। 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' (‘Spider-Man: Across the Spider-Verse’) মুক্তি পেতে চলেছে দশটি ভিন্ন ভাষায় যার মধ্যে ৯টি ভারতীয়। তার মধ্যে রয়েছে বাংলাও। মুক্তি পেয়েছে বাংলায় ট্রেলারও। ১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সকল ১০ ভাষায়, যার মধ্যে ৯টি ভারতীয় ভাষায় ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম, বহু প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজির ছবি প্রেক্ষাগৃহে ১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাবে।
আরও পড়ুন: Viral Pic: স্বপ্ন, বাস্তব নাকি মহাজাগতিক কর্মকাণ্ড, ‘দেবদাস’ শাহরুখের পাশে পার্বতীরূপী জিজি!
ছোটপর্দায় ফিরছে হ্যারি-রন-হারমাইনি
ফের ফিরছে জাদুর দুনিয়ায় হ্যারির (Harry Potter) সফর। তবে এবার বড়পর্দায় নয়, ছোটপর্দায় দেখা যাবে হ্যারি পটারকে। সিনেমা নয়, টিভি সিরিজ তৈরি হতে চলেছে তিন বন্ধুর গল্প নিয়ে। এমনই খবর সূত্রের। সূত্রের খবর, হগওয়ার্টসের (Hogwarts) পৃথিবী ফিরবে টিভিতে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি আইএনসি (Warner Bros. Discovery Inc.) এবার জে কে রাউলিংয়ের ( JK Rowling) সাতটা বইয়ের সিরিজের ওপর নির্ভর করে তৈরি করবে টিভি সিরিজ। হ্যারি পটারের ৭টি বইয়ের ওপরই ভিত্তি করে তৈরি হবে সিরিজটি, খবর এমনই।