মুম্বই: ঘরোয়া অনুষ্ঠানেই উপচে পড়ে তারকাদের ভিড়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বাঁধ ভাঙবে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগে থেকেই। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাতেনাতে ফলেও গেল ভবিষ্যদ্বাণী (Viral Pic)। বলি-টলি তো বটেই, সুদূর হলিউডড থেকেও উড়ে এলেন তারকারা। ব্যবসায়ী, অভিনেতা, অভিনেত্রী, সোশ্যাল মিডিয়া তারকা, বাদ গেলেন না কেউ। তবে প্রচারের আলোর প্রায় সবটুকুই কার্যত একাই শুষে নিলে সুপার মডেল জিজি হাদিদ (Gigi Hadid)। ভারতীয় সাজে তাঁর জমকালো উপস্থিতিই এখন আলোচনার কেন্দ্রে।
ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন জিজি
বরুণ ধওয়ানের জিজিকে কোলে তোলা নিয়ে কাটাছেঁড়া চলছে চারিদিকে। সেই আবহেই মুম্বইয়ে নিজের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন জিজি। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন জিজি, রেড কার্পেটে শাড়ি পরে পোজ দেওয়া, সাজগোজের প্রস্তুতি, সব ধরা পড়েছে তাতে। তবে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ঐশ্বর্যা রাই বচ্চনের পাশে দাঁড়িয়ে তোলা জিজির ছবিই সবচেয়ে বেশি নজর কেড়েছে অনুরাগীদের।
একটি ছবিতে ঐশ্বর্যা এবং তাঁর মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গিয়েছে জিজিকে। অন্যটিতে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গে। কাকে ছেড়ে কাকে দেখবেন, তা -ই এখন ঠিক করতে পারছেন না অনুরাগীরা। শাহরুখ খানের নয়া লুক এমনিতেই নজর কেড়েছে সকলের। দীপিকা পাড়ুকোনও শাহরুখকে দেখে ‘মরে গেলাম’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। এহেন সুপুরুষ শাহরুখের পাশে জিজিকে দেখে চোখ ফেরাতে পারছেন না কেউ। ঐশ্বর্যা নন, সমান্তরাল মহাবিশ্বে শাহরুখের পাশে সাদা-সোনালি সাজে উপস্থিত জিজিই আসলে ‘দেবদাসে’র পার্বতী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
আম্বানি পরিবারের অনুষ্ঠানে আদ্যোপান্ত ভারতীয় সাজেই দেখা গিয়েছে জিজিকে। তবে শাড়ি পরিহিত তাঁর লুকই নজর কেড়েছে সকলের। আবু জানি ও সন্দীপ খোসলার তৈরি সাদা চিকনকারি শাড়ি এবং রত্নখচিত সোনালি ব্লাউজে জমকালো উপস্থিতি ছিল জিজির। সঙ্গে হাতভর্তি সোনার গহনা, কানের দুল আরও আকর্ষণীয় করে তুলেছিল তাঁকে। ভারতীয় শিল্পকর্মকে গায়ে চাপানোর অভিজ্ঞতা কখনও ভুলবেন না বলে জানিয়েছেন জিজি নিজেও।
জিও ওয়র্ল্ড সেন্টারে নীতা মুকেশ আম্বানি কালটারাল সেন্টারের উদ্বোধন হয়েছে
মুম্বইয়ের বান্দ্রার কুর্লা কমপ্লেক্সে জিও ওয়র্ল্ড সেন্টারে নীতা মুকেশ আম্বানি কালটারাল সেন্টারের উদ্বোধন হয়েছে। শুক্রবার থেকে দফায় দফায় বিশাল আয়োজন ছিল। সেখানে ভারতীয় বস্ত্রশিল্প, হস্তশিল্পের প্রদর্শনী যেমন ছিল, তেমনই ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছিল। শাহরুখ খান, সলমন খান, আমির খান, করিনা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, ঐশ্বর্যা রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, নিক জোনাস, কর্ণ জোহর-সহ হলিউডের টম হল্যান্ড, জেন্ডেয়া, পেনেলোপে ক্রুজ-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।