কলকাতা: সঙ্গীতশিল্পী এ আর রহমানের (A R Rahman) টাকা নিয়ে অনুষ্ঠান না করার অভিযোগ। রণবীর কপূরকে (Ranbir Kapoor) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
ইতালিতে গাড়ি দুর্ঘটনার কবলে গায়ত্রী জোশী
দুর্ঘটনার কবলে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'স্বদেশ' ছবির সহ অভিনেত্রী গায়ত্রী জোশী (Gayatri Joshi)। শোনা যাচ্ছে, দুটি গাড়ি একসঙ্গে ওভারটেক করতে যায় একটি ক্যাম্পার ভ্যানকে আর তখনই ঘটে এই দুর্ঘটনা। এরমধ্যে একটি গাড়ি ছিল নায়িকাদের। এই ঘটনায় এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাটাই ঘটেছে ইতালিতে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী আপাতত সুস্থ রয়েছেন। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখনও আতঙ্ক কাটেনি তাঁদের। গায়ত্রী বলেছেন, 'বিকাশ আর আমি ইতালিতে রয়েছি। আমাদের একটি দুর্ঘটনা ঘটেছে। ভগবানের দয়ায় আমরা সুস্থ আছি।' এখনও ইতালিতেই রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার ভিডিও।
রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পাল্টা মানহানির মামলা শিল্পীর
ফের বিতর্কে সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman)। এবার অস্কারজয়ী রহমানের বিরুদ্ধে অভিযোগে সরব চিকিৎসকদের সংগঠন। অভিযোগ, একটি অনুষ্ঠানের জন্য আগাম ২৯ লক্ষ টাকা দেওয়া হয়েছিল তাঁকে, কিন্তু সেখানে গরহাজির ছিলেন রহমান। শল্যচিকিৎসদের সংস্থা সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ করেছেন টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার। অন্যদিকে, সঙ্গীতশিল্পীর টিমের তরফে জানানো হয়েছে, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি। নিতান্ত মনগড়া সমস্ত ঘটনা বলে রহমানকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, পাল্টা মানহানির মামলা করে ওই চিকিৎসকের সংস্থার থেকে ১০ কোটি টাকা দাবি করেছেন।
জন্মদিনে সমুদ্রতটে বন্ধুদের সঙ্গে সোহিনী, সঙ্গী শোভনও!
সদ্য জন্মদিন গিয়েছে সোহিনী সরকারের (Sohini Sarkar)। আর বিশেষ এই দিনটা শহরে নয়, সমুদ্রের ধারে কাটাতে গিয়েছিলেন নায়িকা। তবে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনটার কোনও ছবি শেয়ার করেননি সোহিনী নিজে। বন্ধুদের শেয়ার করা ছবি, শুভেচ্ছাবার্তা ঝলমল করছে তাঁর ওয়ালে। আর সেই ছবিই যেন জল্পনায় শিলমোহর! বিষয়টা একটু খুলেই বলা যাক। সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly) -এর সঙ্গে নাকি বর্তমানে সম্পর্কে রয়েছেন সোহিনী। তবে এই বিষয়ে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। শোভনের সঙ্গে যে সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-র, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। অন্যদিকে, রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu)-র সঙ্গেও সম্পর্ক ভেঙেছে সোহিনীর। তিনি আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করছেন। তাঁর ও রণজয়ের সম্পর্কে সমস্যা চলছিল দীর্ঘদিন ধরেই। তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে সদ্যই। স্বভাবতই, সোহিনীর জন্মদিনে ছিলেন না রণজয়।
অনলাইন বেটিং অ্যাপ মামলায় রণবীর কপূরকে তলব ইডি-র
বেটিং অ্যাপ মামলায় অভিনেতা রণবীর কপূরকে ইডির তলব। ৬ অক্টোবর অভিনেতা রণবীর কপূরকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। মহাদেব বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় রণবীর কপূরকে সমন পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রের খবর, রণবীর কপূর একটি সাবসিডিয়ারি অ্যাপের প্রচার করেছিলেন যা প্রোমোশন করে মহাদেব বুক অ্যাপ প্রোমোটারেরা। সূত্রের আরও খবর, এই প্রচারের জন্য নগদ অর্থ নিয়েছিলেন অভিনেতা। 'মহাদেব বুক অ্যাপ' নামক এক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম সংক্রান্ত মামলায় তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এই তদন্তে রয়েছেন একাধিক রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টও। ইডি দ্বারা যে ডিজিট্যাল প্রমাণ জোগাড় করা হয়েছে সেই অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ১১২ কোটি টাকা পাঠানো হয়েছিল হোটেল বুকিংয়ের জন্য। এর মধ্যে ৪২ কোটি টাকা নগদে দেওয়া হয়েছিল।
আসছে 'যব উই মেট ২'?
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবি 'যব উই মেট' (Jab We Met) এখনও মানুষের মনে টাটকা। ইমতিয়াজ আলি (Imtiaz Ali) পরিচালিত, এই ছবিতে দেখা যায় দুই প্রাক্তনকে একসঙ্গে, করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূরকে (Shahid Kapoor)। তাঁদের ব্যক্তিগত সম্পর্কের জন্যও এই ছবি ছিল চর্চায়। শাহিদের চরিত্র আদিত্য এখনও যেমন অনেকের প্রিয়, তেমনই করিনার গীত চরিত্রকেও বলা হয় অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম সেরা। সম্প্রতি শোনা যাচ্ছিল ছবির সিক্যুয়েল নিয়ে আসবেন ইমতিয়াজ। এবার সেই ব্যাপারে মুখ খুললেন পরিচালক নিজেই। মাস খানেক ধরে বলিউডে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল আদিত্য ও গীতের জুটি ফের ফিরবে পর্দায়। অর্থাৎ ইমতিয়াজ আলি নাকি নিয়ে আসবেন 'যব উই মেট ২'। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন 'রকস্টার' পরিচালক। তিনি সাফ বলে দিলেন, 'না, এই ছবি তৈরি হচ্ছে না।' এক বাক্যে সমস্ত জল্পনার অবসান ঘটান পরিচালক।
আরও পড়ুন: 'Peace Rate': এক পর্দায় দীপাংশু-সায়ন-অনুরাধা, মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'পিস রেট'
প্রকাশ্যে 'চালচিত্র' ছবির সম্পূর্ণ স্টারকাস্ট
প্রতিম ডি গুপ্তর পরিচালনায় শ্যুটিং চলছে 'চালচিত্র' ছবির। থ্রিলার ঘরানার এই ছবিতে দেখা যাবে একাধিক তারকাকে। এই ছবির হাত ধরে ভারতীয় ইন্ডাস্ট্রিতে পা রাখছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একইসঙ্গে এই ছবির হাত ধরে বাংলা সিনেমায় ডেবিউ করছেন বলিউডের অভিনেতা শান্তনু মাহেশ্বরী। এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ইন্দ্রজিৎ বসু। এদিন জানা গেল গোটা কাস্টের নাম। এই ছবিতে দেখা যাবে, টোটা রায়চৌধুরী, রাইমা সেন, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রজিৎ বসু, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু, স্বস্তিকা দত্ত, তনিকা বসুকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন