আমদাবাদ: বৃহস্পতিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup) উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড (England vs New Zealand)। যে দুই দল ২০১৯ বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস ফাইনালে খেলেছিল। আর প্রথম ম্যাচে দুই শিবিরকেই চিন্তায় রাখছে চোট আঘাত। আঙুলের অস্ত্রোপচারের পর ভারতে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন টিম সাউদি। তবে তিনি এখনও ফিট হননি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পাবে না নিউজ়িল্যান্ড। অন্যদিকে, দুটি প্রস্তুতি ম্যাচে খেললেও, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই উইলিয়ামসন। লম্বা টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না কিউয়ি শিবির। উইলিয়ামসনের পরিবর্তে বৃহস্পতিবার নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
চোট সমস্যা রয়েছে ইংল্যান্ড শিবিরেও। আমদাবাদে খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনিশ্চিত তারকা ক্রিকেটার বেন স্টোকস। তাঁর চোট রয়েছে বলে ইংল্যান্ড শিবির থেকে জানা গেল। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ান ডে ক্রিকেটে অবসর ভেঙে ফিরেছেন স্টোকস। কিন্তু তারকা অলরাউন্ডারের বৃহস্পতিবার খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। স্টোকসের পরিবর্তে হ্যারি ব্রুককে তৈরি রাখছে ইংল্যান্ড শিবির।
কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ? কারা সুযোগ পাবেন? উইলিয়ামসন ও সাউদির পরিবর্তে কাদের ওপর ভরসা রাখবে নিউজ়িল্যান্ড? স্টোকস শেষ পর্যন্ত না খেলতে পারলে বিকল্প কে? আসুন দেখে নেওয়া যাক।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, বেন স্টোকস/হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
নিউজ়িল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, ডারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ম্যাট হেনরি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial