কলকাতা: শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন শুক্রবার। এখন কেমন আছেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)? ১৪ বছর পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা ফরদিন খান (Fardeen Khan)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
শ্যুটিংয়ে গুরুতর আহত শিবপ্রসাদ, কেমন আছেন?
শহরেই শ্যুটিং চলছিল নতুন ছবি 'বহুরূপী'-র। থ্রিলারধর্মী এই ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই ছবিতে অভিনয়ও করছেন শিবপ্রসাদ। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। গতকালই তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তাঁর স্পাইনাল কর্ডের (Spinal Cord Fracture) এল ১ (L1) ও এল ২ (L2) এই দুই হাড়ে চিড় ধরেছে। যেহেতু স্পাইনাল কর্ডের হাড়ে চিড়, সেই কারণে কোনও প্লাস্টার বা কিছু করা যাবে না। ট্রাকশনের ব্যবস্থা করা যায় কি না সেই ব্যাপারে চিন্তাভাবনা করছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে পরিচালককে আগামী অন্তত ৬ সপ্তাহ একেবারে বেডরেস্ট নিতে বলা হয়েছে। বিছানা থেকে একেবারেই উঠতে বারণ করা হয়েছে। এমনই জানানো হয়েছে পরিচালক-অভিনেতার পরিবার সূত্রে।
'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার নতুন চরিত্রের প্রবেশ
সোহাগের বাবা তপন এক দুর্নীতি কাণ্ডের শিকার হয়। সারা জীবনের পুঁজি হারিয়ে প্রায় সর্বহারা অবস্থা এখন তার। এই ধাক্কা সামলাতে না পেরে, গুরুতর হৃদরোগে আক্রান্ত হয় সোহাগের বাবা। এই সময় পরিবারের পাশে এসে দাঁড়ায় সোহাগ, এক নতুন রূপে। ব্যাঙ্কের চাকরি হারিয়ে সোহাগও এখন কর্মহীন। তাহলে কীভাবে সে নেবে পরিবারের দায়িত্ব? নিজের 'বডি পসিটিভিটি'কে হাতিয়ার করে এবার সোহাগ হবে 'বাউন্সার'। কিন্তু বাউন্সারদের কাজের ক্ষেত্রে মূলত পুরুষদেরই আধিপত্য। সোহাগের এই রূপ দেখে চাঁদের মাথায় হাত! 'বাউন্সার সোহাগ' কি পারবে বাজিমাত করতে? এছাড়া অভিনেতা নীল চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের কাস্টে। অর্ণ বসুর চরিত্রে তাঁকে দেখা যাবে।
শোভনের ভিডিও ভাইরাল
সম্প্রতি জন্মদিন পালন করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। আর নিজের জন্মদিনে অনুরাগীদের জন্য 'রিটার্ন গিফট' (Return Gift) হিসেবে নিয়ে এসেছেন নিজের নতুন গান 'একে একে দুই'। সেই গানের দুই লাইন খালি গলায় গেয়ে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন গায়ক। গান শুরুর আগে নিজেই জানালেন এই গান এক বিশেষ মানুষের জন্য তৈরি যিনি সেই মুহূর্তে ক্যামেরার উল্টোদিকে রয়েছেন। তবে অবশ্যই কারও নাম নেননি। কিন্তু যেমন জল্পনা, সেই অনুযায়ী, সকলেই ধরে নিয়েছেন ক্যামেরার অন্য প্রান্তে অভিনেত্রী সোহিনী সরকারই (Sohini Sarkar) রয়েছেন। আর এই ভিডিও পোস্ট হতেই ফের আলোচনা উঠে এল শোভন-সোহিনীর চর্চিত প্রেম।
আরও পড়ুন: Fardeen Khan: ১৪ বছর পর 'কামব্যাক' ফরদিন খানের, ভনশালীর 'হীরামান্ডি' ছবিতে অভিনেতার লুক প্রকাশ
১৪ বছর পর 'কামব্যাক' ফরদিন খানের
মুক্তি পাওয়ার অপেক্ষায় সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar)। ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে ভনশালীর। আর তাঁর হাত ধরেই দীর্ঘ ১৪ বছর পর অভিনয়ে ফিরছেন ফরদিন খান (Fardeen Khan)। আজ প্রকাশ্যে এল তাঁর লুক, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার ভনশালী প্রোডাকশনের তরফে ছবির একাধিক নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে যার মাধ্যমে বাকি কাস্টের সঙ্গে পরিচয় করানো হল দর্শকের। ফরদিন খান এই ছবির হাত ধরে ১৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন। পোস্টারে তাঁকে রাজকীয় বেশে দেখা গেল, সামনে এক ট্রে ভরতি গয়না। ক্যাপশনে লেখা, 'প্রেম এবং কর্তব্যের ঘূর্ণিঝড়ের লড়াইয়ে আটকে পড়ে, ওয়ালি মহম্মদ তাঁর রাজকীয় দায়িত্বের সঙ্গে তাঁর হৃদয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টায়।' উল্লেখ করা হয় ওয়ালি মহম্মদের চরিত্রেই ফিরছেন ফরদিন খান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।