জয়পুর: ম্যাচের আগে একটি পরিসংখ্যান নিয়ে চর্চা চলছিল। আইপিএলের (IPL 2024) জন্মলগ্ন থেকে ব্যাট হাতে দাপিয়ে বেড়ানো বিরাট কোহলি (Virat Kohli) জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এলেই যেন কিছুটা ফ্যাকাসে হয়ে পড়েন। শনিবারের আগে পর্যন্ত এই মাঠে আট ম্যাচে মাত্র ১৪৯ রান করেছিলেন। মাত্র ২১.২৮ গড়ে। ৯৪.৩ স্ট্রাইক রেটে।
জয়পুরে শাপমোচন ঘটানোর জন্য কোহলি বেছে নিলেন শনিবারের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচকেই। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেনই। আইপিএলের অরেঞ্জ ক্যাপও এখন তাঁর দখলে। ৬৭ বলে সেঞ্চুরি করলেন কোহলি। আইপিএলে তাঁর অষ্টম সেঞ্চুরি। যে নজির আইপিএলে আর কারও নেই। আইপিএলে ৬টি সেঞ্চুরি আছে ক্রিস গেলের। যিনি দীর্ঘদিন কোহলির সতীর্থও ছিলেন আরসিবিতে। জশ বাটলারের রয়েছে ৫টি সেঞ্চুরি। সেই সব রেকর্ড আগেই পেরিয়ে গিয়েছিলেন কোহলি। শনিবার নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেলেন কোহলি।
শেষ পর্যন্ত ৭২ বলে ১১৩ রানে অপরাজিত রইলেন কোহলি। ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। ১৫৬.৯৪ স্ট্রাইক রেট রেখে রান করেছেন। তবে সেঞ্চুরির মধ্যেও একটা কাঁটা বিঁধছে কোহলিকে। অনেকেই প্রশ্ন তুলছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এখন যেরকম ঝোড়ো ব্যাটিং চলছে সর্বত্র, সেখানে কি কোহলির রান ওঠার গতি লম্বা ইনিংস খেলার সময় মন্থর হয়ে পড়ছে? একটি পরিসংখ্যান তুলে ধরে দেখানো হচ্ছে যে, আইপিএলে বলের হিসাবে এটাই মণীশ পাণ্ডের সঙ্গে যুগ্মভাবে মন্থরতম সেঞ্চুরি। ২০০৯ সালে আরসিবির জার্সিতে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মণীশ। কোহলির রবিবারের সেঞ্চুরিও এল ৬৭ বলেই। সচিন তেন্ডুলকর, ডেভিড ওয়ার্নার, জশ বাটলারের ৬৬ বলে সেঞ্চুরি রয়েছে।
ম্যাচে ১৮৩/৩ স্কোর তোলে আরসিবি। সেটা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে, রাজস্থান রয়্যালসকে হারানোর জন্য এই রান কি যথেষ্ট?
আরসিবি ভক্তরা অবশ্য এই মুহূর্তটা উপভোগ করতে চাইছেন। শনিবার আরসিবি অ্যাওয়ে ম্যাচে নেমেছে। তবু সকলেই কোহলির সেঞ্চুরি উদযাপন করলনে। বিরল এক কীর্তিও গড়ল আরসিবি। তারাই প্রথম দল, যাদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮টি সেঞ্চুরি হল। ভারতের জাতীয় দলের ১৭টি সেঞ্চুরি রয়েছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা কোহলির নবম সেঞ্চুরি। তালিকার শীর্ষে গেল। ২২টি টি-টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে তাঁর।
আরও পড়ুন: নিজেই নিজেকে বিশ্বের সেরা বলেন, প্রীতির দলকে আরও বিপজ্জনক করে তুলেছেন শশাঙ্ক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।