কলকাতা: মুক্তি পেল 'হামি ২'-এর (Haami 2) মিউজিক্যাল ট্রেলার। প্রকাশ্যে এল 'মির্জা'র (Mirza) ভিলেনে চরিত্র। এখনই বিচ্ছেদ নয়, সম্পর্ককে আরও একবার সুযোগ দিচ্ছেন ধনুশ-ঐশ্বর্য? এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।


'সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা করতে চান ধনুশ-ঐশ্বর্য্য'


বছরে প্রথমেই এই ঘোষণা মন খারাপ করিয়ে দিয়েছিল অনেক অনুরাগীর। ২০২২ সালের প্রথম দিকেই রজনীকান্ত (Rajinikanth)  কন্যা ঐশ্বর্য্য রজনীকান্ত (Aishwaryaa Rajinikanth) ও তাঁর স্বামী ধনুশ (Dhanush) ইতি টানেন তাঁদের ১৮ বছরের বৈবাহিক জীবনে। বিচ্ছেদ চান দুই তারকাই। কিন্তু এখন দক্ষিণী ছবির দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। সূত্রের খবর, এখনই বিচ্ছেদের সিদ্ধান্তে সিলমোহর দিতে চান না ঐশ্বর্য্য রজনীকান্ত ও ধনুশ। তাঁরা মনে করছেন, সম্পর্ক নিয়ে ভাবনাচিন্তা করার এখনও জায়গা রয়েছে তাঁদের। ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। নাম যাত্রা রাজা (Yatra Raja) ও লিঙ্গ রাজা (Linga Raja)।


ঢাকের তালে বোল তুলল ইউভান


সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমীর একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, লাল শাড়িতে রাঙা হয়ে ঠাকুর বরণ করছেন শুভশ্রী। আর অন্যদিকে কাঠি হাতে ঢাক বাজাতে ব্যস্ত ইউভান (Yuvaan)। সাদা ধুতি পাঞ্জাবি পরে হাসি মুখে ঢাক বাজানোর চেষ্টা করছে সে। তবে ঢাক আর খুদের উচ্চতা তো প্রায় সমান, তাই ঢাক বাজাতে গেলে ইউভানকে আর কয়েকটা বছর অপেক্ষা করতে হবে যে। 


এবার রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন


এবার রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন (Sushmita Sen)। সোশ্যাল মিডিয়ায় (Social Media)-তে নিজেই শেয়ার করে নিলেন নতুন ওয়েব সিরিজ 'তালি' (Taali)-র লুক। শ্রী গৌরী সবন্ত (Shree Gauri Shawant)-এর জীবন নিয়ে তৈরি হবে এই সিরিজ। সোশ্যাল মিডিয়ায় আজ এই ওয়েব সিরিজের প্রথম লুক শেয়ার করে নিয়েছেন সুস্মিতা সেন। সবুজ মেরুন সাজ, কপালে বড় টিপ, সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সঙ্গে তিনি শেয়ার করে নিয়েছেন ওয়েব সিরিজের নাম। লিখেছেন, শ্রী গৌরী সবন্ত হিসেবে আমার প্রথম লুক।


'আদিপুরুষ' নিষিদ্ধ ঘোষণা করার দাবি রাম মন্দির কর্তৃপক্ষের


হিন্দু দেবদেবীদের ভুলভাবে চিত্রিত করা হচ্ছে, এখনই নিষেধাজ্ঞা জারি করা হোক 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে। অযোধ্যার রাম মন্দিরের তরফ থেকে বলিউডের এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হয়েছে। মন্দিরের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সদ্য মুক্তি পাওয়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজারে নাকি রামের চরিত্র ও অন্যান্য পৌরাণিত চরিত্রকেও ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ। পুরোহিত সত্যেন্দ্র দাস অভিযোগ করে বলেছেন, 'টিজারে যেভাবে রাম ও রাবণের চরিত্রকে দেখানো হয়েছে তার সঙ্গে পৌরাণিক চরিত্রের কোনও মিল নেই। এই চরিত্রায়ন সম্পূর্ণ ভুল এবং নিন্দনীয়। এই ছবিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আমরা।' বিজয় রথ যাত্রা (Vijay Rath Yatra) উপলক্ষ্যে রাম মন্দিরে এসেছেন পুরোহিত সত্যেন্দ্র দাস।   


আলিয়ার সাধ


আলিয়ার সাধ কবে, এই নিয়ে পরিবারের তরফ সরাসরি কোনওরকম খবর জানানো হয়নি। সংবাদমাধ্যমের থেকেও যাবতীয় গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কিন্তু বাড়িতে অতিথি সমাগম দেখে অনেকেই আঁচ করে নিয়েছিলেন সাধরে দিলেন। আজ ,সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় নিজেই সাধের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। হবু মা একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, শুধুই ভালোবাসা (Just Love)। সেখানে দেখা গিয়েছে আলিয়ার সাধে উপস্থিত অতিথি অভ্যাগতদের। মা সোনি রাজদান (Soni Rajdan), শাশুড়ি নীতু কপূর (Neetu Kapoor), বোন, ননদ ঋদ্ধিমা ও করিশ্মা কপূর (Karishma Kapoor)।


প্রয়াত পরাগ কানসারা 


রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরও এক মৃত্যুর সাক্ষী হল বিনোদন জগত। মৃত্যু হল আরও এক স্যান্ড আপ কমেডিয়ানের (Stand Up comidian)। পরাগ কানসারা (Parag Kansara)। ৫১ বছর বয়সে মৃত্যু হল শিল্পীর। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' (The Great Indian Laughter Challenge) খ্যাত পরাগ হার্ট অ্যাটাকে (Heart Attack)-এ আক্রান্ত হয়েছিলেন। বুধবার তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিনোদন দুনিয়ার অনেকেই। শিল্পীর মৃত্যুতে ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছেন অপর শিল্পী সুনীল পাল (Sunil Pal)। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ পরাগের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি।                     


প্রথম দফার প্যাক আপ কার্তিক-কিয়ারার


মুম্বইয়ে আগামী ছবি 'সত্যপ্রেম কি কথা'র (Satyaprem Ki Katha) প্রথম দফার শ্যুটিং শেষ করলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। মঙ্গলবার, ৬ অক্টোবর, নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রথম শিডিউল (First Schedule) শ্যুটিং শেষের খবর দেন অভিনেতা ও অভিনেত্রী। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমীর বিদ্বান (Sameer Vidwans)। শোনা যাচ্ছে এই ছবি মিউজিক্যালি তৈরি হচ্ছে। 


প্রকাশ্যে 'হামি ২' ট্রেলার


তৃতীয়বার বড় পর্দায় ফিরছেন লাল্টু (Laltu) ও মিতালী (Mitali)। সঙ্গী তিন নতুন খুদে পণ্ডিত। তাদের মধ্যে একজন হিরো, একজন হিরোইন ও একজন 'লিটল বোমা'। গানে গানে মুক্তি পেল 'হামি ২'-এর ট্রেলার (Haami 2 Musical Trailer)। 'দূরে থাক সব ঝগড়াঝাটি' কারণ আসছে 'মিষ্টি বন্ধুত্বের গল্প'। লড়াই, ঝগড়া সরিয়ে রেখে, হাতে হাত ধরে হাঁটার গল্প নিয়ে আসছে 'হামি ২'। দ্বিতীয়বার দর্শকদের মন মাতাতে আসছে তিন খুদের দল। লাল্টু ও মিতালীর চরিত্রে ফের দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরীকে। 


মির্জার ভিলেন কে?


প্রকাশ্যে এল মির্জার (Mirza) ভিলেন (Villain)। কে তিনি? এদিন ঝাঁ চকচকে ইভেন্টের মাধ্যমে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পর্দার সেই খলনায়কের। প্রকাশ্যে এল 'মির্জা'র নতুন ক্যারেক্টার টিজার। দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হল ছবির ভিলেনের। মির্জার ভিলেন সুলতান। অভিনয়ে দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharyya)। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও দিব্যেন্দু ভট্টাচার্য। 


আরও পড়ুন: Dev Prosenjit: 'অন্যান্য ছবির থেকে আলাদা ছিল 'কাছের মানুষ'-এর অ্যাকশন সিকোয়েন্স', গল্পে দেব-প্রসেনজিৎ


ওটিটিতে 'লাল সিংহ চাড্ডা'


বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রায় দুই মাস পর অনলাইনে আসছে 'লাল সিংহ চাড্ডা'। আমির খান, করিনা কপূর খান, নাগা চৈতন্য, মোনা সিংহ অভিনীত এই ছবি দেখা যাবে 'নেটফ্লিক্স'-এ (Netflix)। বক্স অফিসে যদিও এই ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছিল। এদিন নেটফ্লিক্স ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় ছবির একটি পোস্টার শেয়ার করে লেখা হয়, 'আপনাদের ফুচকা সাজিয়ে রাখুন, কারণ লাল সিংহ চাড্ডা এখন স্ট্রিম করছে!'