কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে দেব (Dev), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ইশা সাহা (Ishaa Saha) অভিনীত 'কাছের মানুষ' (Kacher Manush)। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের টুকরো টুকরো গল্প শেয়ার করে নেওয়া হয়েছে টিম 'কাছের মানুষ'-এর তরফ থেকে।                                                                                                       


আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির অ্যাকশন সিকোয়েন্সের পিছনের গল্প নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে যেমন খুনসুটি ধরা পড়ল দুই নায়কের মধ্যেই, তেমনই জানা গেল, ঠিক কি কি কঠিন কাজ করতে হয়েছিল তাঁদের।                                                                                                                                                                 


এই ছবিতে দেব ও প্রসেনজিৎ কেউই ভিলেন নন। চিত্রনাট্যে মারামারি রয়েছে বটে কিছুটা, তবে তা আবেগে। একে অপরের সঙ্গে নয়, ২ জন মানুষ নিজেদের আবেগের সঙ্গে লড়াই করছেন যেন। শুধু তাই নয়, ট্রেনের দৃশ্যে শ্যুটিং যে কতটা কঠিন ছিল, সেই গল্প করেছেন দুজনেই। বাস থেকে পড়ে যাওয়া বা দুর্ঘটনার দৃশ্য ফুটিয়ে তোলাও সহজ ছিল না দেব ও প্রসেনজিতের পক্ষে।     


আরও পড়ুন: Alia Bhatt Baby Shower: রণবীরের চুম্বন, গুরুজনদের আশীর্বাদে-ভালোবাসায় আলিয়ার 'সাধ'-পূরণ                                                                                                                     


দুজনেই বলেছেন, তাঁরা নাকি একে অপরের সঙ্গে পরিকল্পনা করে এই শ্যুটিংগুলো করেননি। যতটা সম্ভব বাস্তবচিত রাখার চেষ্ট করেছেন দৃশ্যগুলোকে। দেবের কথায়, 'আমি অন্যান্য ছবিতে যে অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করি, কাছের মানুষ তার থেকে আলাদা। যথেষ্ট বাস্তবচিত।'


সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ মুক্তি পেয়েছে 'কাছের মানুষ'।