কলকাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত 'হীরামাণ্ডি' ছবির ট্রেলার ('Heeramandi' Trailer Out)। মুক্তির অপেক্ষায় 'লভ সেক্স অউর ধোকা ২' (Love Sex Aur Dhoka 2), তার আগে কী বললেন প্রযোজক একতা কপূর (Ekta Kapoor)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
শ্রাবন্তীর নতুন ফটোশ্যুটে ট্রোলের বন্যা
সোশ্যাল মিডিয়ায় এখন বেশিরভাগ অভিনেতা ও অভিনেত্রীই বেশ সক্রিয়। কোনও সিনেমার প্রচার হোক বা নতুন কোনও ফটোশ্যুট। প্রায়ই বিভিন্ন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন কম বেশি সকলেই। তেমনই এক নতুন ফটোশ্যুটের (Photoshoot) ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সেখানে এসে মন্তব্যও করতে শুরু করলেন অনুরাগীরা। তার মধ্যেই ধেয়ে এল একাধিক কটাক্ষও। (Social Media Trolls)
মাথার ঘাম পায়ে ফেলে কসরত রণবীরের
নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) 'রামায়ণ' (Ramayana) ছবির জন্য তৈরি হচ্ছে অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। আর তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই ছবির জন্য রণবীরের ফিটনেস ট্রেনিংয়ের (Fitness Training) ভিডিও। মাথার ঘাম পায়ে ফেলে তাঁর ট্রেনিং ভিডিওয় দেখা গেল তাঁর একাগ্রতা। মাইথোলজিক্যাল ড্রামা ঘরানার ছবি 'রামায়ণ'-এ রামের চরিত্রে দেখা যাবে রণবীর কপূরকে। 'অ্যানিম্যাল' রণবীর এবার নতুন ছবির জন্যই নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করছেন। ভগবান রামচন্দ্রের চরিত্রে মানানসই হতে কসরত করছেন দিনরাত। তার জন্য তাঁকে নিজের ক্ষমতার বাইরে গিয়েও পরিশ্রম করতে দেখা গেল। শহরতলির অংশে ওয়ার্কআউট ট্রেনিংয়ের ভিডিও ভাইরাল হল। সেটি সম্ভবত পোস্ট করেছেন তাঁর ফিটনেস কোচ নিজেই। ভিডিওর একাংশের নেপথ্যে অনুরাগীরা আলিয়া ও রাহার ঝলকও দেখতে পেয়েছেন। রণবীরকে দেখা গেল হাড়ভাঙা কসরত করতে, বাইরে দৌড়তে, সাঁতার কাটতে এমনকী পাহাড়ে চড়তেও।
'হীরামাণ্ডি'র ট্রেলারে ভনশালীর 'সিগনেচার' ছোঁয়া
বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল 'হীরামাণ্ডি' সিরিজের ট্রেলার (Heeramandi: The Diamond Bazaar Trailer Out)। এই সিরিজের হাত ধরে ওটিটির দুনিয়ায় পা রাখছেন পরিচালক সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali)। স্বাধীনতা পূর্ববর্তী সময়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবির বিশাল স্টারকাস্ট ও তাঁদের লুক ইতিমধ্যেই মন ভরিয়েছে দর্শকের। এবার ট্রেলারেও ঝলক মিলল সেই রাজকীয় বহরের। এই সিরিজের হাত ধরেই ১৪ বছর পর অভিনয়ে কামব্যাক করলেন অভিনেতা ফরদিন খান (Fardeen Khan)। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে 'হীরামাণ্ডি'। বিশাল বড় তারকা কাস্ট নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। একদিকে যেমন মণিষা কৈরালা, অদিতি রাও হায়দরি, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা, শার্মিন সায়গল, সঞ্জিদা শেখের মতো তাবড় অভিনেত্রীরা রয়েছেন, তেমনই অপর দিকে রয়েছেন ফরদিন খান, অধ্যয়ন সুমন, শেখর সুমনের মতো অভিনেতারা।
'LSD 2' মুক্তির পর 'লুকিয়ে পড়তে' হবে একতা কপূরকে?
মুক্তির দিন গুনছে 'লভ সেক্স অউর ধোকা ২' (Love Sex Aur Dhoka 2)। প্রযোজক একতা কপূর (Ekta Kapoor) সম্প্রতি ট্রেলার প্রকাশ্যে এনে এক প্রকার চমকে দিয়েছেন দর্শকদের। কিছুদিন আগেই 'ভ্যারাইটি'কে দেওয়া সাক্ষাৎকারে একতা জানিয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায় (Dibakar Banerjee) পরিচালিত এই ছবির মুক্তির পর তাঁকে হয়তো লুকিয়ে থাকতে হবে। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'। নারীদের যৌন চাহিদা নিয়ে তৈরি এই ছবির জন্য যথেষ্ট বিরূপ মন্তব্য শুনতে হয়েছিল একতাকে। সেই কারণে তিনি আগে থেকেই আন্দাজ করছেন যে 'এলএসডি ২' মুক্তির পর আরও তীব্র প্রতিক্রিয়া পাবেন। প্রযোজক বলেন, ''থ্যাঙ্ক ইউ ফর কামিং' আমাকে প্রচণ্ড যন্ত্রনায় ফেলে দিয়েছিল কারণ যেভাবে এই ছবিটাকে ভারতীয় দর্শক গ্রহণ করেছিলেন এবং তুলনায় বাইরের দর্শক যেভাবে দেখেছিলেন। আমি জানি না কী হয়েছিল।' তিনি আরও বলেন, 'আর যে ঘৃণার সম্মুখীন আমরা হয়েছিলাম - প্রত্যেকদিন আমাদের সোশ্যাল মিডিয়া ওয়াল ঘৃণায় ভরে যেত, কারণ আমরা দেখতে চেয়েছিলাম এবং নারীদের যৌন চাহিদা নিয়ে সিনেমা তৈরি করেছিলাম। 'LSD 2' বেরোলে কী হবে আমি ভাবতেও পারছি না। আমার মনে হচ্ছে আমাকে আবার লুকিয়ে পড়তে হবে।'
'গর্বিত হিন্দু' কঙ্গনার কোন দাবি উড়িয়ে পুরনো পোস্ট খুঁজে বের করলেন নেটিজেনরা?
সম্প্রতি কঙ্গনা রানাউত 'গোমাংস' খাওয়ার সমস্ত 'অভিযোগ' অস্বীকার করেন, এবং সেই সঙ্গে তিনি জোর গলায় জানান যে তিনি নিরামিষাশী এবং একজন 'গর্বিত হিন্দু'। এক সভায় কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন যে এর আগে সোশ্যাল মিডিয়ায় গোমাংস খেয়েছেন বলা সত্ত্বেও কঙ্গনাকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে। 'এক্স' হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। কঙ্গনার দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব বলা হচ্ছে। নেটদুনিয়া যদিও অভিনেত্রীর এই 'সাফাই' শুনে সন্তুষ্ট নন। তাঁরা খুঁজে বের করেছেন সেই পুরনো ট্যুইট যা অভিনেত্রী নিজেই পোস্ট করেছিলেন এবং লিখেছিলেন যে গোমাংস খাওয়ায় কোনও ক্ষতি নেই। সেই থেকেই শুরু বিতর্ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।