মুল্লাপুর: অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবং হর্ষল পটেলের দৌলতে ৬৪ রানে চার উইকেট হারিয়ে একসময় বিরাট চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH)। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮২/৯ স্কোরে নিজেদের ইনিংস শেষ করল সানরাইজার্স। সৌজন্য নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) দুরন্ত অর্ধশতরান। ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। চার উইকেট নিলেন অর্শদীপ।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধবন। কাগিসো রাবাডার প্রথম ওভারেই ট্র্যাভিস হেডের ব্যাটের কাণায় বল লাগে। তবে আম্পায়ারও তাঁকে আউট দেননি, রিভিউ নেয়নি পাঞ্জাব। তিনি আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন। রাবাডার ওভারে ১৬ রান তোলেন তিনি। তবে হেডকে ২১ রানে ফেরান অর্শদীপ সিংহ। পিছনে অনেকটা ছুটে দারুণ ক্যাচ ধরেন ধবন। ওই একই ওভারে মারক্রামকে খাতা খোলার আগেই ফেরান অর্শদীপ।
অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীও বড় রান করতে পারেননি। দুইজনে যথাক্রমে ১৬ ও ১১ রানে সাজঘরে ফেরেন। ৬৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে বিরাট চাপে পড়ে যায় সানরাইজার্স। বিধ্বংসী হেনরিখ ক্লাসেনকে নয় রানে ফেরান হর্ষল পটেল। ১০০ রানে আধা সানরাইজার্স দল সাজঘরে ফিরে যায়। কিন্তু এই পরিস্থিতিতে হাল না ছেড়ে পাল্টা লড়াই শুরু করেন আব্দুল ও নীতীশ। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন দুইজনেই। ৩২ বলে নিজের প্রথম আইপিএল অর্ধশতরান পূরণ করেন নীতীশ।
ষষ্ঠ উইকেটে সামাদের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপও পূরণ করেন। তবে এরপরেই জোড়া ধাক্কা। ফের একবারে জোড়া সাফল্য পান অর্শদীপ। সামাদকে ২৫ ও নীতীশকে ৬৪ রানে ফেরান তিনি। প্যাট কামিন্স একদা আইপিএলের দ্রুততম অর্ধশতরান হাঁকিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তাঁর ব্যাট চলেনি। তাঁর সংগ্রহ তিন। ভুবনেশ্বরের সংগ্রহ ছয়। শেষমেশ শাহবাজ আমেদ সাত বলে অপরাজিত ১৪ রানের একটি ছোট্ট ইনিংস খেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।