কলকাতা: আগামীকাল মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত ছবি 'ময়দান' (Maidaan)। কিন্তু তার আগেই আইনি বিপাকে নতুন এই ছবি! অন্যদিকে কলকাতা, হাওড়ার একাধিক জায়গা ঘুরে 'ভুল ভুলাইয়া ৩' ছবির শ্যুটিং সারছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। 


চিরঞ্জিৎ-ঋতুপর্ণার 'দাবাড়ু' মুক্তি পাচ্ছে ১০ মে


দাবার বোর্ডের মতোই, জীবনটাও যেন সাদা-কালো। কখনও কঠিন লড়াই, খারাপ থাকা, কখনও আবার ভাল থাকা, সাফল্য পাওয়া। সেই সাফল্য-ব্যর্থতার গল্প নিয়েই ছবি বুনেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। ছবির নাম 'দাবাড়ু'। আজ মুক্তি পেল নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি নতুন ছবির টিজার-পোস্টার। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের ছবিতে তুলে ধরা হবে রুপোলি পর্দায়। ছবির মুখ্যভূমিকায় থাকছেন,  ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। চিরঞ্জিৎ-ঋতুপর্ণার 'দাবাড়ু' মুক্তি পাচ্ছে ১০ মে। 


মুক্তির ২ বছর পর অবশেষে নন্দনে 'অপরাজিত'


প্রেক্ষাগৃহে মুক্তির ২ বছর পর নন্দনে (Nandan) আসছে 'অপরাজিত' (Aparajito)। অনীক দত্তের (Anik Dutta) পরিচালনায়, জীতু কমল (Jeetu Kamal), সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিনীত এই ছবি তৈরি হয়েছিল কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে। সাদা কালোয় তৈরি ছবি ঝড় তোলে সেই সময়। তবে মুক্তির সময় নন্দনে স্থান পায়নি 'অপরাজিত'। এর ২ বছর পর 'ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ন' আয়োজিত নন্দনে 'ফিপ্রেস্কি ইন্ডিয়া'-এর সহযোগিতায় একটি চলচ্চিত্র উৎসব হতে চলেছে। সমসাময়িক ভারতীয় ছবির এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অনীক দত্তের 'অপরাজিত'। তিনদিন ধরে চলবে এই চলচ্চিত্র উৎসব। সেখানেই ২৪ এপ্রিল বিকেল ৫টায় প্রদর্শিত হবে 'অপরাজিত'। 


শহরের রাস্তায়-হাওড়া ব্রিজে শ্যুটিংয়ের ফাঁকে ফ্রেমবন্দি কার্তিক আরিয়ান


ঘোষণার পর থেকেই উত্তেজিত অনুরাগীরা। কবে আসবে 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyan 3), সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) অনুরাগীদের মনে। আপাতত জোর কদমে চলছে শ্যুটিং। সেই কারণেই কলকাতায় (Kolkata) হাজির অভিনেতা। ছবির একাংশের শ্যুটিং হবে তিলোত্তমার বুকে। কখনও হাওড়া ব্রিজে (Howrah Bridge), কখনও ফ্লুরিজে (Flurys), ঝলক মিলল 'রুহ বাবা'র। সোমবার রাতে শহরে পৌঁছন অভিনেতা। রাতের শহরে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তোলা ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। কলকাতা, হাওড়া ব্রিজ, নানা স্থানে ঘুরে ঘুরে চলছে শ্যুটিং। তাঁকে ছবির লুকে, 'রুহ বাবা'র পোশাকেই দেখা গেল একটি তিন চাকার বাইক চালাতে। ৯ তারিখ, অর্থাৎ গতকাল, ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের ওপর শ্যুটিং করতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। পরনে কালো পোশাক, মাথায় ব্যান্ডানা, চোখে রোদচশমা, যে কোনও সিনেপ্রেমীর খুব চেনা 'রুহ বাবা'র লুক। চালাতে দেখা গেল তিন চাকার বাইক। 


পরনে মায়ের পোশাক, গলায় 'শিখু' লেখা নেকলেস, জাহ্নবী নজর কাড়লেন


অজয় দেবগণের 'ময়দান' ('Maidaan' Premier) ছবিতে চাঁদের হাট। বলিউডের একাধিক তাবড় তারকা অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে নজর কাড়লেন জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। বলা ভাল সকলের নজরে পড়ল তাঁর স্টাইলিং। একদিকে তাঁর পোশাক, অন্যদিকের গলার নেকলেস। বাবা বনি কপূরের (Boney Kapoor) প্রযোজিত ছবির প্রিমিয়ারে দেখা মিলল জাহ্নবী কপূরের, স্টাইলে। সাদা প্যান্টস্যুট পরেছিলেন তিনি। অন্যদিকে তাঁর নেকলেসে দেখা গেল 'শিখু' (Shikhu) লেখা। তাতেই যেন সকলের চোখ আটকে গেল। বাবার ছবির প্রিমিয়ার। এই বিশেষ দিনের জন্য বিশেষ পোশাক বেছে নিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর। পোশাকের মাধ্যমেই সঙ্গে রেখেছিলেন মা শ্রীদেবীকে (Sridevi)। প্রয়াত অভিনেত্রীর ক্লাসি ভিন্টেজ আরমানি স্যুটই এদিন পরেছিলেন জাহ্নবী। সঙ্গে পালাজো ট্রাউজার, যার দাম প্রায় ৫২ হাজার ৪২১ টাকা। লুক সম্পূর্ণ করতে 'ধড়ক' অভিনেত্রী পরেছিলেন জিমি চুয়ের চামড়ার পাম্প ও সঙ্গে নিয়েছিলেন লোরো পিয়ানা হিমালয়া ক্রোকোডাইল ব্যাগ। অন্যদিকে গলায় তাঁর ছিল একটি নেকলেস। যার ডিজাইনে লেখা ছিল 'শিখু'। 'কফি উইথ কর্ণ'-এর এক পর্বে এসে অভিনেত্রী বলেছিলেন প্রেমিককে আদর করে তিনি 'শিখু' বলেই ডাকেন। কিন্তু কারও নাম তিনি উল্লেখ করেননি। ফলে এদিন তাঁর নেকলেস দেখে সকলেরই দাবি, তাহলে কি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন তিনি? 


৫০০ পর্ব পার 'সোহাগ চাঁদ'-এর 


আরও এক নতুন মাইলফলক পার করল কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand)। দেখতে এই জনপ্রিয় শো পার করে ফেলল ৫০০ পর্ব (500 Episodes Completed)। ২০২২ সালের ২৮ নভেম্বর শুরু করে এই শো পথচলা। দুই ভিন্ন ধরনের মানুষের একে অপরের কাছে আসার গল্প, তাদের একসঙ্গে পথচলার গল্প বলে এই ধারাবাহিক। অবশ্যই, তারা সোহাগ ও চাঁদ। সেই সঙ্গে একাধিক সামাজিক বিষয় তুলে ধরা হয় এই ধারাবাহিকে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে 'সোহাগ চাঁদ' টিম এক বিশেষ আয়োজন করেছিল। ধারাবাহিকের পুরো স্টারকাস্ট হাজির হন সেটে। হৈ হৈ করে কাটা হয় কেক, একে অপরের মুখে কেক তুলে দেওয়ার মাঝেই খুনসুটি, সবটাই ধরা পড়ল ক্যামেরায়। এদিন পুরো টিম একসঙ্গেই সারেন দুপুরের খাওয়া দাওয়া। আনন্দের আবহাওয়া ছিল এদিন 'সোহাগ চাঁদ'-এর সেটে।


'ময়দান'-এ নেমে আইনি জটে অজয়


আগামীকাল মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত ছবি 'ময়দান' (Maidaan)। কিন্তু তার আগেই আইনি বিপাকে নতুন এই ছবি! চিত্রনাট্য চুরির অভিযোগে নির্মাতাদের কাছে পাঠানো হল আইনি নোটিস! বিষয়টা ঠিক কী? জানা যাচ্ছে, ঘটনাটি আসলে কর্ণাটকের। অনিল কুমার নামের এক চিত্রনাট্যকার দাবি করেছেন 'ময়দান' ছবির চিত্রনাট্যটি চুরি করা হয়েছে। এই মর্মে তিনি আদালতে মামলাও দায়ের করেন। এরপরে, মহীশূরের একটি আদালত এই ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ এনেছে। ঠিক কী দাবি করেছেন ওই চিত্রনাট্যকার? অনিলের দাবি, তিনি ১৯৫০ সালে ভারতের ফিফা বিশ্বকাপ না খেলাকে নিয়ে একটি চিত্রনাট্য লিখেেছিলেন। ২০১০ সালে সেটি তিনি মুম্বইতে রেজিস্টারও করান। এরপরে, ২০১৯ সালে 'ময়দান' ছবিটির সহ-পরিচালক সুখদাস সূর্যবংশী ডেকে পাঠান অনিলকে। তিনি আরও দাবি করেছেন, অনিলের মুখে নাকি গোটা গল্পটি শোনেন সুখদাস। বেশ পছন্দও হয়। ছবিটি নিয়ে সিনেমা তৈরির হওয়ার কথাও কার্যত পাকা হয়ে গিয়েছিল বলে দাবি করছেন অনিল। কথা ছিল, ছবিটি তৈরি হলে তার প্রযোজনা নাকি করবেন আমির খান (Abor Khan)। কিন্তু বাস্তবে তা হয়নি। এই গল্প নিয়ে যে কাজ শুরু হচ্ছে বা ছবি তৈরি হচ্ছে, সেই কথা জানতেনই না অনিল। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ছবির প্রচার শুরু হওয়ার পরে তিনি জানতে পারেন এই ছবিটি নিয়ে কাজ হচ্ছে। ট্রেলার এবং বিভিন্ন কলাকুশলীদের সাক্ষাৎকার পরেই নাকি অনিলের কাছে পরিষ্কার হয় সবটা। তাঁর দাবি, মূল গল্পকে সামান্য পরিবর্তন করে প্রায় গোটাটাই অনিলের চিত্রনাট্য 'চুরি' করে তৈরি হয়েছে 'ময়দান' ছবিটি। অনিল তাঁর চিত্রনাট্যের নাম রেখেছিলেন ‘পদকন্দুক’। এখানে তা বদলে করে নেওয়া হয়েছে 'ময়দান'। 


আরও পড়ুন: Madam Sengupta: কার্টুনিস্ট হয়েও রহস্য সমাধান করবেন ঋতুপর্ণা! ১২ এপ্রিল থেকে শ্যুটিং শুরু সায়ন্তনের নতুন ছবির


১২ এপ্রিল থেকে শ্যুটিং শুরু সায়ন্তনের নতুন ছবির


নিজের নামের সঙ্গে মিল রয়েছে চরিত্রের নামেই, এটাই যেন প্রথম মনে ধরেছিল তাঁর। এরপরে পছন্দ হয়েছিল, কার্টুনিস্টের চরিত্র বলে। এপ্রিল মাসের ১২ তারিখ থেকে শুরু হচ্ছে নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত' (Madam Sengupta)-র। সায়ন্তন ঘোষালের (Shayantan Ghoshal)-এর পরিচালনায় শুরু হচ্ছে নতুন ছবির শ্যুটিং। মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নতুন প্রযোজনা সংস্থা 'নন্দী মুভিজ' (Nandi Movies)-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি নিয়ে আসছেন ঋতুপর্ণা। থ্রিলার এই ছবির গল্প তাঁকে ঘিরেই। সদ্য হয়ে গেল এই ছবির মহরত। প্রযোজকদের সঙ্গে সেখানে হাজির ছিলেন পরিচালক ও ছবির নায়িকাও। সায়ন্তনের থেকে জানা গেল, এই একটি ছবিই নয়, 'ম্যাডাম সেনগুপ্ত' -কে নিয়ে ফ্যাঞ্চাইজ়ি করার ইচ্ছা রয়েছে তাঁর।