কলকাতা: আসছে নববর্ষ (Bengali New Year), তার আগে, আগামীকালই খুশির ইদ (Eid)। আনন্দ উৎসবের বঙ্গে কেমন থাকবে আবহাওয়া? প্রবল রোদে ঘামে প্যাচপ্যাচ নাকি বৃষ্টিতে ভাসবে বাংলা? আবহাওয়া দফতরের (West Bengal Weather Update) আপডেট বলছে দক্ষিণবঙ্গে (South Bengal) এক্ষুনি বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 


কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? বৃষ্টি হবে পথের কাঁটা?


আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে আজ। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ শুরু হয়। তারপর শুরু হয় শিলাবৃষ্টি। যদিও ছোট আকারের শিল পড়ে মিনিট পাঁচেক ধরে। তারপর শিল পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু চলছে বৃষ্টিপাত।


কলকাতায় আগামীকাল আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি। একইরকমের আবহাওয়া থাকবে তারপরের দিনও। তবে এরপর আংশিক মেঘলা আকাশ আর গুমোট আবহাওয়াই থাকবে মূলত। প্রায় একই আবহাওয়া দমদমেও। খবর আবহাওয়া দফতর সূত্রে।


 






তিন থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পারদ


আগামী দিন দুই, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বাড়তে পারে শুষ্ক আবহাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ ১০ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা ছিল। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া থাকার কথা। ইদের দিন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন: Abhishek Banerjee: 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পক্ষপাতদুষ্ট', রাজভবন থেকে বেরিয়ে ফের অভিষেকের নিশানায় বিজেপি


আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইদের দিন বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।