কলকাতা: ফের সাজো সাজো রব বলি পাড়ায়। রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের (Ranbir Kapoor and Alia Bhatt wedding) প্রস্তুতি তুঙ্গে। অন্যদিকে দুঃখের ছায়া সিনে দুনিয়ায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম (Shiv Kumar Subramaniam demise)। এক নজরে দেখে নেওয়া যাক আজকের বিনোদন দুনিয়ার কোন খবরগুলি রইল শিরোনামে।


ইউটিউবে ট্রেন্ডিং 'ইনি বিনি টাপা টিনি'


শনিবার নন্দন চত্বরে মহা সমারোহে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru)  দ্বিতীয় গান 'ইনি বিনি টাপা টিনি'। খালি পায়ে নন্দন চত্বরেই সেই গানের তালে নেচেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ইন্দ্রাণী দত্তরা (Indrani Dutta)। আর ২৪ ঘণ্টার মধ্যেই সেই গান ইউটিউবে দেখে ফেললেন ২ লাখেরও বেশি মানুষ। ইউটিউবে ট্রেন্ডিং বীরভূমের মেঠো সুরের গান।


প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম


সিনেমা দুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম (Shiv Kumar Subramaniam)। একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কারও। রবিবার প্রয়াত হন জনপ্রিয় এই অভিনেতা। শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। তাঁকে শেষবার দেখা গিয়েছে 'মীনাক্ষী সুন্দরেশ্বর' ছবিতে। যদিও এটি সিনেমা হলে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।


ফের 'জার্সি' মুক্তি স্থগিত


১৪ এপ্রিল মুক্তির কথা ছিল 'জার্সি'র। সেই মতো প্রচারও শুরু করে দেন ছবির অভিনেতারা। এবার ফের মুক্তি স্থগিত হয়ে গেল এই ছবির। তবে, এবার আর অতিমারি পরিস্থিতির জন্য নয়। বরং বক্স অফিসে 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সঙ্গে টক্কর এড়াতে 'জার্সি'র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগামী ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে যশ, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার টু' কন্নড়, তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দি ভাষায়। আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে শাহিদ কপূরের বহু প্রতীক্ষিত ছবি।


এখন আমাদের একত্রিত হওয়া উচিত: এ আর রহমান


সঙ্গীতশিল্পী বলেন, 'আমি বছর সাতেক আগে মালয়শিয়া গিয়েছিলাম। সেখানে একজন সুপুরুষ চিনা ভদ্রলোক বলেন, "আপনি ভারত থেকে? আমি ভারত খুব পছন্দ করি। আমি উত্তর ভারত বেশি পছন্দ করি। ওঁরা বেশি ফরসা। ওঁদের সিনেমা অনেক বেশি চার্মিং।"!' এ আর রহমান বলেন, 'ওঁর কথায় বেশ আহত হই। তারপর আমি বুঝলাম আমাদের কী করা উচিত। আমাদের শ্যামবর্ণ অভিনেতাদের নিয়ে ছবি করানো উচিত। ওঁদের আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন ও তাঁদের এমন চরিত্র দেওয়া উচিত যা তাঁদের মর্যাদা এনে দেবে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা দক্ষিণ ভারতীয়রা করতে পারে কারণ আমরা আমাদের গায়ের রঙ পছন্দ করি।' সবশেষে একত্রিত হওয়ার বার্তা দেন রহমান। তিনি বলেন, 'মানুষকে শিল্প, সিনেমার মাধ্যমে আলাদা করা খুবই সহজ। তবে এখন একত্রিত হওয়ার সময়। এই সময়ে আমাদের একতা দেখানো উচিত যাতে আমরা আরও শক্তিশালী হতে পারি ও পৃথিবীকে নেতৃত্ব দিতে পারি।'


আরও পড়ুন: Urfi Javed Dance: শরীরজুড়ে সেফটি পিনের মেলা, অভিনব পোশাকে নাচ উরফি জাভেদের


কাজ শুরু আরিয়ানের


আরিয়ান খান বেশ কিছুদিন ধরে ওয়েব শোয়ের জন্য তাঁর আইডিয়া নিয়ে কাজ করছেন। কিছুদিন আগেই শোনা যায় যে তিনি শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিও দিয়ে আত্মপ্রকাশ করবেন। এরপর অপর এক বিনোদন পত্রিকার খবর অনুযায়ী, আরিয়ান গত সপ্তাহে মুম্বইতে তাঁর শোয়ের জন্য একটি টেস্ট শ্যুট করেন। সূত্রের খবর, আরিয়ান কেবল লিখবেনই না, তিনি পরিচালনাও করবেন এই শো। শুক্রবার ও শনিবার হওয়া টেস্ট শ্যুটে সম্পূর্ণ দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর এবং কলাকুশলীদের প্রস্তুতির একটি অংশ হিসাবে, আরিয়ান আসল শ্যুটিং শুরু করার আগে কাজ বুঝতে সবাইকে একত্রিত করতে চেয়েছিলেন। 


বিয়ের পিঁড়িতে রণবীর আলিয়া


সূত্রের খবর, বেশ ঘনিষ্ঠভাবেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন খুব কাছের লোকজনই। শুধু কাছের বন্ধুরা ও পরিবারের লোকজনই হাজির হবেন বিয়ের অনুষ্ঠানে। আলিয়ার ভাই রাহুল ভট্টের (Rahul Bhatt) কথায়, 'রণালিয়া'র বিয়ের আমন্ত্রিতের তালিকায় মাত্র ২৮ জনের নাম রয়েছে। প্রত্যেককে চেম্বুরে (Chembur) আর কে হাউজ (RK House) পর্যন্ত একটি বাসে করে নিয়ে যাওয়া হবে। সোমবার রণবীরের বাড়ির বাইরে একটি গাড়িতে ভর্তি সব্যসাচীর ডিজাইন করা পোশাক দেখতে পাওয়া যায়। মনে করা হচ্ছে তা এসেছে বর ও কনের জন্যই।