কলকাতা: পঞ্চাশে পৌঁছলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। 'স্যুইগি' (Swiggy) থেকে খাবার পাঠানো হল 'পাঠান'-এর (Pathaan) বাড়ি। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


শাহরুখ খানের বাড়ির সামনে 'স্যুইগি'?


সোমবার সন্ধ্যায় হঠাৎই 'আস্ক এসআরকে' সেশনে মেতে ওঠেন শাহরুখ খান। সেখানে এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করেন 'খাবার খেয়েছেন ভাই?' সেই অনুরাগীর উত্তরে অভিনেতা বলেন, 'কেন ভাই? আপনি কি স্যুইগির কর্মী? খাবার পাঠিয়ে দেবেন কি?' সোশ্যাল মিডিয়ার যুগ! তার ওপর কিং খানের উত্তর। নজর এড়ায়নি 'স্যুইগি'র। সুযোগ হাতছাড়া করেননি তাঁরাও। ফুড ডেলিভারি সংস্থা সত্যিই পাঠালেন খাবার, কিং খানের 'মন্নত'-এ। শাহরুখের পোস্টে স্যুইগির অফিসিয়াল হ্যান্ডল থেকে উত্তর দেওয়া হয়। তারা লেখে, 'আমরা স্যুইগির তরফে, পাঠিয়ে দেব নাকি?' শাহরুখ খান যখন সেই ট্যুইটের উত্তর দেননি তখন স্যুইগি এগিয়ে গেল আরও এক ধাপ। তাদের ট্যুইটার হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করা হল। যেখানে দেখা গেল শাহরুখের বাড়ি মন্নতের সামনে একদল স্যুইগির ডেলিভারি বয় পোজ দিয়েছেন। ক্যাপশনে লেখা, 'আমরা স্যুইগিওয়ালা এবং আমরা ডিনার নিয়ে এসে গিয়েছি।'


পঞ্চাশে পা বিদীপ্তা চক্রবর্তীর


পঞ্চাশ পূর্ণ করলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। সারাদিনের ব্যস্ততা সত্ত্বেও মেয়ে ও স্বামীর 'কড়া নির্দেশ'-এ হল জন্মদিন পালন (Birthday Celebration)। তবে এক দফায় নয়। শেয়ার করেন ছবি। পরে দ্বিতীয় দফার জন্মদিন পালনের ছবিও শেয়ার করলেন অভিনেত্রী। খাতায় কলমে তাঁর বয়স পঞ্চাশ ছুঁয়েছে। কিন্তু তাঁকে দেখলে চট করে বয়স আন্দাজ করার উপায় নেই। তাঁর সাজগোজ, তাঁর মুখের হাসি, তাঁর সাবলীল অভিনয়, তাঁর বয়স যেন থামিয়ে রেখেছে। তিনি জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। সোমবার শেয়ার করলেন তাঁর জন্মদিন উদযাপনের দুই দফার ছবি।


জিমে ফিরলেন কঙ্গনা


দুই বছর পর ফের শরীরচর্চায় মন দিলেন বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত। মুক্তির অপেক্ষায় তাঁর ছবি 'ইমার্জেন্সি' (Emergency)। যে ছবিতে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা। সেই কারণে গত ২ বছর ধরে নিয়মিত শরীরচর্চা বন্ধ রেখেছিলেন তিনি। কিন্তু সেই ছবির কাজ শেষ হয়েছে। এবার নতুন ছবিতে মন দেওয়ার পালা। তার জন্য চাই সঠিক কাঠামোও। তাই ফের শরীরচর্চায় মন দিলেন অভিনেত্রী। 


বলিউডে ৯ বছর পার কিয়ারার


২০১৪ সালে মুক্তি পায় 'ফাগলি'। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। তারপর থেকে একের পর এক দুর্দান্ত কাজ। সম্প্রতি চলতি বছরেই সারেন বিয়েও। সাফল্যের উচ্চতায় বসে, কর্মজীবনের ৯ বছর পূর্তিতে সকলকে ধন্যবাদ জানালেন কিয়ারা। তবে খানিক আলাদা  ঢঙে। হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে রাখলেন নিজস্বতার ছোঁয়া। খোলা চিঠিতে ধন্যবাদ জানালেন সকল 'শুভাকাঙ্খী'কে। 


ওটিটিতে মুক্তি পাবে 'বাওয়াল'?


বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। তাঁদের ছবি 'বাওয়াল' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে, শোনা যাচ্ছে এমনটাই। 'দঙ্গল' খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। একাধিক সূত্র মারফত খবর, এই ছবির বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত আদ্যন্ত কমার্শিয়াল মশলা মনোরঞ্জক ছবির মতো এই ছবির বিষয় নয়। ফলে সূত্রের খবর, ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এই ছবি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত। 


আরও পড়ুন: Frizzy Hair: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?


'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ কত?


প্রাথমিক হিসেব অনুযায়ী, 'আদিপুরুষ' ছবির হিন্দি থ্রিডি ভার্সন ইতিমধ্যেই ২.৮০ কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে। অধিকৃত সিট ছাড়া এই হিসেব। এর অর্থ প্রায় ৮০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ছবির হিন্দি টুডি ভার্সনের বিক্রি হওয়া টিকিট থেকে এখনও আয়ের পরিমাণ ১৮ লক্ষ টাকা। ছবির তেলুগু সংস্করণে বিক্রি হয়েছে ৬৪ লক্ষ টাকার টিকিট বুক। অগ্রিম বুকিংয়ে মোটামুটি ৩.৬৫ কোটি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে।